২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


ঝুঁকি নিয়ে পারাপার গোয়ালন্দে দেবে যাওয়া ব্রিজ দিয়ে
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৭-১১-২০২১
ঝুঁকি নিয়ে পারাপার গোয়ালন্দে দেবে যাওয়া ব্রিজ দিয়ে


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে তেনাপচা এলাকায় বেড়িবাঁধের খালের উপর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ব্রিজটি মাঝখান দেবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর এই ব্রিজ দিয়েই প্রতিনিয়ত চলছে হালকা যানবাহন। ফলে যেকোনো সময় ব্রিজটি ধসে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছেন।

জানা গেছে, গত বন্যায় পানির তীব্র স্রোতে ব্রিজের আশপাশের কয়েকটি বসতভিটা ও একটি কাচা রাস্তা খালে ধসে যায়। পরে ব্রিজটির নীচে ও পাশ থেকে মাটি সরে যাওয়ায় মাঝখান থেকে ভেঙ্গে দেবে যায়। সরজমিনে দেখা গেছে, গত ১৫দিন যাবৎ ব্রিজটি মাঝখান থেকে ভেঙ্গে দেবে গেছে। গুরুত্বপূর্ণ ব্রিজটি দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও রিক্সা, অটোরিকশা, ভ্যান, মাহেন্দ্র, মোটর সাইকেলের মতো হালকা যানবাহন ও লোকজন ঝুঁকি নিয়ে ব্রিজটি দিয়ে চলাচল করছে।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম বলেন, প্রায় ২০ বছর আগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে ব্রিজটি দিয়ে যাত্রী ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সায়ীদ বলেন, ২০-২০ বছর আগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। তবে সড়কটি এলজিইডির অধীনে। আমরা দেবে যাওয়া ব্রিজটি সরেজমিনে প্রদর্শন করেছি। নতুন ব্রিজ নির্মাণের ব্যাপারে এলজিইডির সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান জানান, গত মঙ্গলবার দুপুরে সরজমিনে ব্রিজটি পরিদর্শন করেছি। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার আগেই ওখানে আরেকটি নতুন ব্রিজ নির্মাণ করার বিষয়ে আমি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ করেছি। আপাতত জনসাধারণকে একটু সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে।

শেয়ার করুন