২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০২:১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


ভালুকায় ভূয়া দাতা সাজিয়ে হেবার ঘোষনাপত্র দলিল রেজিষ্ট্রির অভিযোগে আদালতে মামলা
ময়মনসিংহ প্রতিনিধি: আমিনুল ইসলাম
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২১
ভালুকায় ভূয়া দাতা সাজিয়ে হেবার ঘোষনাপত্র দলিল রেজিষ্ট্রির অভিযোগে আদালতে মামলা


ময়মনসিংহের ভালুকায় ভাবীকে বিবাহ করে সহোদর ভাইকে ভূয়া দাতা সাজিয়ে অপর ভাই মোঃ ওয়াদুদ বিএসসি নামে এক প্রতারক, দুই ভাতিজা ও ভাতিজীর নামে হেবার ঘোষনাপত্র দলিলের মাধ্যমে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের ১৪শতক জমি দলিল রেজিষ্ট্রি করে নিয়ে আত্মস্বাদ করার পায়তারা করছেন। জানাযায়, রেহেনা নামে এক নারী ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী মৌজায় সাবেক স্বামীর স্বাক্ষর জাল করে দলিল লেখকের যোগসাজশে ১৪ শতাংশ জমি নিজ সন্তানদের নামে রেজিস্ট্রি করে নেন। এমনকি রেহেনা দ্বিতীয় স্বামী আব্দুল ওয়াদুদ মিয়াকে সাবেক স্বামীর রূপ ধারণ করে দলিলে তার ছবি ব্যবহার ও বালাম বইয়ে টিপসহি প্রদান করেন। রবিবার ১৪ নভেম্বর সরে জমিনে তদন্ত করে জানাজায়, ভালুকা আংগারগাড়া গ্রামের মোঃ আব্দুল কাদের বাদী হয়ে সহোদর ভাই আঃ ওয়াদুদ সহ ৬ জনকে বিবাদী করে জেলা ময়মনসিংহের বিজ্ঞ সিনিঃ ম্যাজিঃ ৮ নং আমলী আদালতে ৫৮১/ ২১ নং মামলা দায়ের করেন। এ ঘটনায় জমির মালিক বাদি হয়ে প্রতারণার অভিযোগ ও দলিল বাতিল চেয়ে আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন। ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেটের ৮ নম্বর আমলী আদালতে দ্বিতীয় স্বামী আব্দুল ওয়াদুদ (৪৫), রেহেনা আক্তার (৪২), জাকির হোসেন (৪৫), রফিকুল ইসলাম (৩৮), খোরশেদ আলম (৪০) ও দলিল লেখক এসএম ফারুক আহমেদকে (সনদ নম্বর-৬২৪২) বিবাদী করে ৪৬৭/৪৬৮/৪১৯ ও ১০৯ ধারায় মামলা (নম্বর-৫৮১/২১) দায়ের করেন। তাছাড়া তিনি উক্ত জাল দলিলটি বাতিলের জন্য ভালুকা সিনিয়র সহকারী জজ আদালতে অপর একটি মামলা (নম্বর-৬১৪/২১) দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারগাড়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে আব্দুল কাদেরের সাথে ২৭ বছর আগে পারিবারিকভাবে সিডষ্টোর বাজার এলাকার মৃত হেকমত আলীর মেয়ে রেহেনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে এক ছেলে মো: রাতুল হাসান (হৃদয়) ও এক মেয়ে মোছা: তাসফিয়া নূর ঐশির জন্ম হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর দলিল লেখকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে। জানা যায়, উপজেলার আংগার গাড়া আব্দুল কাদেরের তালাক প্রাপ্ত স্ত্রী মোছাঃ রেহেনা আক্তারের নেতৃত্বে একটি ভূমি দালালচক্র ভালুকা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক এস.এম ফারুক আহমেদের (সনদ নম্বর-৬২৪২) মাধ্যমে আব্দুল কাদেরের মালিকানাধিন হবিরবাড়ী মৌজার এস. এ ৫৭১ খতিয়ানে ১৭০ দাগে, বি.আর.এস ২২২৬ খতিয়ানে ৭১৪৩ নম্বর দাগে ১৪শতাংশ জমি গ্রহিতা মোঃ রাতুল হাসান রিদয় ও মোছাঃ তাছফিয়া নূর ঐশির নামে হেবার ঘোষনাপত্র দলিল সম্পাদন করেন। সংসার জীবনে মামলার বাদী আব্দুল কাদের ঢাকায় একটি বেসরকারী কোম্পানীতে চাকরী করার সুযোগে স্ত্রী রেহেনা আক্তার দেবর আব্দুল ওয়াদুদের (কাদেরের সহোদর ছোট ভাই) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন এবং ২৫ আগস্ট/১১ সালে স্বামীকে তালাক দিয়ে দেবরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আব্দুল কাদের জানান, চাকরী জীবনে তিনি হবিরবাড়ি মৌজার ১৭০ নম্বর দাগে স্থানীয় আবুল কাশেম ঢালীর কাছ থেকে ৩ সেপ্টেম্বর/৯৮ তারিখে ১৪ শতাংশ জমি সাফ কবলা দলিল (নম্বর-৭৭৫৯) মুলে ক্রয়ের পর অদ্যবদি ভোগ দখলে আছেন। এমনকি বর্তমান বিআরএস রেকার্ডও তার নামে হয়। সম্প্রতি তিনি ওই ১৪ শতাংশ জমির থেকে ৪ শতাংশ জমি বিক্রি করেন। ঘটনাটি জানার পর তার সাবেক স্ত্রী রেহেনা আক্তার ও তার বর্তমান স্বামী আব্দুল ওয়াদুদ বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকী প্রদান করেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়। পরে তিনি জানতে পারেন তার স্বাক্ষর জাল করে ষড়যতন্ত্রমূলক ভাবে দ্বিতীয় স্বামীর প্ররোচনায় ১৪ শতাংশ জমি দলিল লেখক এসএম ফারুক আহমেদের যোগসাজশে তৎকালিন সাবরেজিস্ট্রারের মাধ্যমে ১৩ মে/২০১৩ তারিখে দুই ছেলে/মেয়ে মো: রাতুল হাসান (হৃদয়) ও মোছা: তাসফিয়া নূর ঐশির নামে হেবার ঘোষণাপত্র রেজিস্ট্রি দলিল (নম্বর-৪৩৭৯) করে নেন। বিষয়টি জানাজানির পর দলিল লেখক এস. এম ফারুক আহমেদের সনদটি বাতিলের জন্য আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের কাছে সুপারিশ করা হয় এবং আপাতত যেন ওই সনদে দলিল সম্পাদন না করা হয় সেজন্য দলিল লেখককে সতর্ক করে দেয়া হয়। দলিল লেখক এস.এম ফারুক আহমেদ ও অভিযুক্ত ওয়াদুদ মিয়ার সাথে শত চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে অভিযুক্ত রেহেনা আক্তারের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমির মালিক নিজেই তার দুই সন্তানের নামে উক্ত জমি দলিল করে দিয়ে আবার ফিরিয়ে নেয়ার চেষ্টা করছেন। ভালুকা সাবরেজিস্ট্রার সদ্য (নিয়োগপ্রাপ্ত) আসমা আক্তারের কাছে একাদিকবার ফোনে জালিয়াতির বিষয়ে জানতে চাইলে বাসার আয়া ফোন রিসিপ করে, তিনি বাসায় নেই বলে জানিয়ে দেন।

শেয়ার করুন