১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০২:৪৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


আই-গ্লোবাল ভার্সিটিতে মিলিয়ন ডলারের স্কলারশিপ বাংলাদেশের মেধাবিদের জন্যে
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২১
আই-গ্লোবাল ভার্সিটিতে  মিলিয়ন ডলারের স্কলারশিপ বাংলাদেশের মেধাবিদের জন্যে


বাংলাদেশের মেধাবি শিক্ষার্থীদের জন্যে মিলিয়ন ডলারের (সাড়ে ৮ কোটি টাকা) স্কলারশিপ ঘোষণা করলো যুক্তরাষ্ট্রের আই-গ্লোবাল ইউনিভার্সিটি। 

ভার্জিনিয়াস্থ এই ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ ১৪ নভেম্বর বিপুল করতালির মধ্যে এই ঘোষণা দিয়েছেন ‘চ্যানেল আইয়ের ১৬তম মিউজিক এওয়ার্ড’ অনুষ্ঠানে। 

আমন্ত্রিত অতিথি হিসেবে চ্যান্সেলর আবুবকর হানিফকে মঞ্চে ডেকে অভিনেতা-প্রযোজক শাহরিয়ার নাজিম জয় তার স্বভাবসুলভ ভঙ্গিতে হানিফের সাক্ষাৎকারের অবতারণা করেন। সে সময়েই আই-গ্লোবাল ইউনিভার্সিটির চলতি শিক্ষা বর্ষে বাংলাদেশ থেকে ইতিমধ্যেই আসা জনা চল্লিশেক শিক্ষার্থীর প্রসঙ্গ টেনে বলেন, যুক্তরাষ্ট্রের বাংলাদেশি মালিকানাধীন প্রথম ও এখন পর্যন্ত একমাত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে অবশ্যই আমার মাতৃভূমির মেধাবি শিক্ষার্থীরা বিশেষ সুযোগ পেতে পারেন। সে আলোকেই ২০২২ শিক্ষাবর্ষে যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে ভিসা পাবেন, তার মধ্যে এইচএসসিতে ‘এ’ এবং ব্যাচেলরে ৩.৫ জিপিএ প্রাপ্তরাই স্কলারশিপের জন্যে আবদনের যোগ্য হবেন। আবেদনগুলো বাছাইয়ের জন্যে একটি কমিটি রয়েছে, তাদের ছাড়পত্র পেতে হবে। চ্যান্সেলর হানিফ এ সময় আরো উল্লেখ করেন, প্রতিষ্ঠানটি আমার মালিকানায় আসার পরই গত বছর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনের সম্মানে ‘ড. মোমেন স্কলারশিপ’ ঘোষণা করেছিলাম। বেশ কয়েকজন সে স্কলারশিপ পেয়েছেন। এই মিলিয়ন ডলারের স্কলারশিপে ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট’ হিসেবে আগতরাই কেবলমাত্র অন্তর্ভুক্ত হবেন বলেও উল্লেখ করা হয়েছে। 

নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ‘আমাজুরা পার্টি হল’-এ চ্যানেল আইয়ের এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে এ অনুষ্ঠানে ৫০ গুণী কন্ঠশিল্পীর নাম ঘোষণা করেন শাইখ সিরাজ। এরমধ্যে সাবিনা ইয়াসমীন, রথীন্দ্রনাথ রায়, নীনা হামিদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, সামিনা নবীসহ ৮ জনকে তা হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট গুণী শিল্পীকে এওয়ার্ড হস্তান্তর উপলক্ষে ডিসেম্বরের শেষার্ধে ঢাকায় আরেকটি অনুষ্ঠান হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন