২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৫:২৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


নির্বাচনে সরে দাঁড়ালেন বাবার জন্য ছেলে, স্বামীর জন্য স্ত্রী
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২১
নির্বাচনে সরে দাঁড়ালেন বাবার জন্য ছেলে, স্বামীর জন্য স্ত্রী


কুড়িগ্রামে নাগেশ্বরীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করে বাবার জন্য ছেলে ও স্বামীর জন্য স্ত্রী সরে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন।

তিনি জানান, আগামী ২৮ নভেম্বর তৃতীয় দফা অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে ভিতরবন্দ ইউনিয়নে বাবা-ছেলে ও বামনডাঙ্গা ইউনিয়নে স্বামী-স্ত্রীসহ ১৪ ইউনিয়নে মোট ৯৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। ৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ভিতরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শফিউল আলম শফি, তার ছেলে ফয়সাল শামীম এবং বামনডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন ব্যাপারী ও তার স্ত্রী মরিয়ম বেগমসহ মোট ৯৩ জনের মনোনয়ন বৈধতা পায়। 

গত ৭ নভেম্বর স্বামীর জন্য মনোনয়নপত্র প্রত্যাহার করেন মরিয়ম বেগম। এ বিষয়ে তার স্বামী আমজাদ হোসেন জানান, তার স্ত্রী বরাবরই গৃহিনী, কোনদিন রাজনীতি করেনি। পাশে থেকে সমর্থন ও সাহস যুগিয়েছে। এবারো তাই। মূলত এক অজানা আশংকায় পারিবারিকভাবে আলোচনা করে আমরা দুইজনেই মনোনয়নপত্র দাখিল করেছি। কোন কারণে আমার মনোনয়নে সমস্যা হলে সে যেন নির্বাচন করতে পারে। যাচাই-বাছাইয়ে বৈধতা পাওয়ায় সে আশংকা কেটে গেছে। তাই আমার স্ত্রী মরিয়ম বেগম তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার (১১ নভেম্বর) বাবার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ছেলে ফয়সাল শামীম। আগামী ২৮ নভেম্বর উপজেলার ১৪ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

শেয়ার করুন