১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১১:২১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


বগুড়ায় নদী ভাঙনে নিজ এলাকার ভোটের প্রচারণা চালাতে হয় ভিন্ন জেলায়
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২১
বগুড়ায় নদী ভাঙনে নিজ এলাকার ভোটের প্রচারণা চালাতে হয় ভিন্ন জেলায়


বগুড়া সারিয়াকান্দির চালুয়াবাড়ী ইউনিয়নের অধিকাংশ ভোটাররা বাস করছে ভিন্ন জেলায়। যমুনা নদী ভাঙনের কবলে পড়ে এ ইউনিয়নের বাসিন্দারা অন্য জেলা ও উপজেলায় আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ায় বিপাকে পড়েছে ইউনিয়নের নির্বাচনের প্রার্থীরা। ভোটার তালিকায় নাম ঠিকানা থাকলেও বাস করছে প্রতিবেশি জেলায়। ইউনিয়নের নির্বাচনের প্রার্থীদের নিজ এলাকা ছেড়ে ভিন্ন এলাকায় গিয়ে প্রচার প্রচারণা চালাতে হচ্ছে। ভোটাররা নিজ এলাকায় না থাকায় ভোটার এলাকার পুনর্বিন্যাসের আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, জেলার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডটি ফাজিলপুর গ্রামের ভোটারদের নিয়ে গঠিত। এ গ্রামটি গত ২০১৬ সালে নদীভাঙনে যমুনাগর্ভে সম্পূর্ণ বিলিন হয়েছে। ওয়ার্ডটির সর্বমোট ভোটার সংখ্যা ৫৫০ জন। নদীভাঙনের শিকার হয়ে অধিকাংশ ভোটাররা এখন গাইবান্ধা জেলার সাঁঘাটা, গাইবান্ধা সদর এবং জুমারবাড়ীতে বসতবাড়ি গড়েছেন। 

এলাকাটির ইউ পি সদস্য আব্দুল হাই বলেন, আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা চালাতে তাকে বাইরের জেলায় যেতে হবে। সেখানেই মাইকিং করে ভোট প্রার্থনা করতে হবে। আবার ভোটারও ভোট দিতে তেমন একটা আগ্রহ নয়। পয়সা খরচ করে ভোটার নিয়ে আসতে হয়। দূরের পথ হওয়ায় তখন খরচ বেড়ে যায়। 

২ নং ওয়ার্ডটি বওলাডাঙ্গা গ্রামের ভোটারদের নিয়ে গঠিত। এ গ্রামটি গত ২০১৭ সালে যমুনাগর্ভে সম্পূর্ণ বিলীন হয়েছে। ওয়ার্ডটির সর্বমোট ভোটার সংখ্যা ৯৫০ জন। নদীভাঙনের শিকার হয়ে এ এলাকার ভোটাররা বেশিরভাগ জেলার শেরপুর উপজেলার নয়মাইল, পানিতলা এবং গাড়িদহ এলাকায় বাড়ীঘর করেছেন।

এ ওয়ার্ডের ইউ পি সদস্য খোরশেদ আলম জানান, নিজের এলাকা ছেড়ে ভোট প্রার্থনা করতে বাইরের এলাকায় যেতে হবে। বাইরের এলাকাতেই নির্বাচনের পোস্টার লাগাতে হবে।

ইউনিয়নের আউচারপাড়া, চর চালুয়াবাড়ী এবং সুজালীপাড়ার ভোটারদের নিয়ে গঠিত হয়েছে ৩ নং ওয়ার্ড। এ ওয়ার্ডের ভোটার সংখ্যা ১ হাজার ১০০ জন। এদের মধ্যে ৭০০ জন ভোটার নদীভাঙনের শিকার হয়ে পার্শ্ববর্তী সোনাতলা উপজেলার চরপাড়া, কলেজ স্টেশন এবং শেরপুর পানিতলায় বসতবাড়ি গড়ে তুলেছেন। এ ইউনিয়নের ইউ পি সদস্য রেজাউল করিম বলেন, বাইরের এলাকা হতে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে চায় না। তাদের বুঝিয়ে ভোটকেন্দ্রে নিয়ে আসতে অনেক অর্থ অপচয় হবে।

এমনিভাবে ভেঙ্গে গেছে শিমুলতলা, ভাঙ্গরগাছা, তেলিগাড়ী, চরদলিকা, হাটবাড়ীচর। এসব এলাকার আরো প্রায় ৮০০ ভোটার চলে গেছে সোনাতলা উপজেলার সুখানপুকুর ও জামালপুর জেলার ইসলামপুরের কালিরচর, চর নোয়ারপাড়া এলাকায়। এলাকায় বসতবাড়ি গড়ে তুলেছেন। তারা নদী ভাঙ্গনের ফলে এলাকায় আর ফিরেও আসতে পারছে না। 

চালুয়াবাড়ী ইউনিয়নের ভোটার মজিবর মন্ডলের পুত্র মোঃ শামসুল হক জানান, নদী ভাঙ্গনে সব হারিয়ে গাইবান্ধা জেলার সাঁঘাটার কাটুরি গ্রামে বসবাস করছেন। নাগরিকত্ব, জন্মনিবন্ধন, প্রত্যয়নপত্রসহ ইউনিয়নের নানা কাজে এখনো চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদে যেতে হয়। এতদূর হতে ভোট দিতে যাওয়াটাও কষ্টকর হয়ে যায়। নতুন করে ভোটার এলাকা নির্ধারণ করা জরুরী। 

সারিয়াকান্দির চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জানান, ইউনিয়নের সর্বমোট ভোটার সংখ্যা ১০ হাজার ৫০০ জন। এর মধ্যে অধিকাংশ ভোটাররাই বাইরের বিভিন্ন জেলায় বসবাস করছেন। ভোটকেন্দ্রের সীমানা পুনর্বিন্যাসের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নির্বাচন অফিসার মোঃ সাখাওয়াত হোসেন জানান, এ বিষয়ে একটি আবেদনপত্র পেয়েছি। এলাকাবাসীর আবেদনপত্র মোতাবেক বিষয়টির সঠিক তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন