২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৬:১৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


যে কারণে বাসভাড়া বাড়ানোকে অযৌক্তিক বলছেন তারা
সিনিয়র রিপোর্টার , এ কে আনোয়ার
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২১
যে কারণে বাসভাড়া বাড়ানোকে অযৌক্তিক বলছেন তারা


পরিবহন মালিকদের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে সব ধরনের বাসের ভাড়া ২৭ শতাংশ করে বাড়িয়েছে সরকার। তবে বলা হয়েছে, এই ভাড়া বাড়বে শুধু ডিজেলচালিত পরিবহনের ক্ষেত্রে। আর  সিএনজিচালিত বাসের ভাড়া আগেরটাই থাকবে। মাঠে মোবাইল কোর্টের মাধ্যমে পরিস্থিতি মনিটরিং করা হবে। ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও সাধারণ যাত্রীদের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা বলে মনে করছেন রাজনীতিবিদ, সাধারণ যাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

পরিবহন মালিকরা বলছেন, যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা কঠিন হবে।  রাজনীতিবিদ ও নাগরিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, তেলের দাম বাড়ানোর চেয়ে বাস ভাড়া অনেক বেশি  বেড়েছে। আর বাস্তবে সিএনজি ও ডিজেলচালিত বাস আলাদা ভাড়ায় চলবে না। এত এত গাড়ি নিয়ম মানছে কি না, তা  ধরা সম্ভব হবে না। 

এদিকে, ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ট্রাক-কাভার্ড ভ্যান মালিকরা। তারা বলছেন, তেলের দাম কমানোর আগ পর্যন্ত ধর্মঘট চলবে। তারা ট্রাক ভাড়া বাড়ালে বাজারে সব জিনিসের দাম বাড়বে। এ সিদ্ধান্ত নিয়ে জনগণের ক্ষতি করতে চান না তারা। তাই তেলের দাম কমানোই একমাত্র পথ। তবে সরকারের তরফ থেকে এখ

বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘এই বাড়তি ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করাও কঠিন হবে। তবে তাদের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি দেখছি। গাড়ি না চলায় মানুষের অনেক অসুবিধা হচ্ছে।’

ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘তেলের দাম বাড়লো ২৩ শতাংশ, বাস ভাড়া বাড়লো ২৭ শতাংশ। এটা হচ্ছে সরকারের সমন্বয়হীনতার কারণে। আর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে মাত্র কিছুদিন আগে। এর আগে দীর্ঘদিন সরকার তেলে মুনাফা করেছে। দাম না বাড়িয়ে তারা ভর্তুকি দিতে পারতো। এমনিই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে, এখন ভাড়া বাড়ানোর কারণে জীবনের খরচ আরও বাড়বে।’

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রেসিডেন্ট গোলাম রহমান ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘তেলের দাম যতটুকু বেড়েছে, বাসের ভাড়া তারচেয়েও বেশি বেড়েছে। এজন্য পরিবহন মালিকদের দোষ দেই না। যারা জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, তাদের সুবিবেচনার অভাবে ব্যবসায়ীরা এখন সবকিছুর দাম বাড়াবে। এই ঘটনাকে সারাদেশের মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাবে।’

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ক্যাবের তরফ থেকে আইনি নোটিশ পাঠানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে  গোলাম রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে সিরিয়াসলি চিন্তাভাবনা করছি।’

বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘সরকার তো দেশ চালাতে ব্যর্থ। এই দায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিত। দ্রব্যমূল্য বাড়ার কারণে জনগণের জীবনে এমনিতেই দুর্ভোগ। এই সময়ে ডিজেল-কেরোসিন-এলপিজির দাম বাড়ানো অবিচার। অতীতের মতো এবারও পরিবহন মালিকরা বাসের ভাড়া বৃদ্ধির বায়না করেছেন, সরকার নতমুখে মেনে নিয়েছেন। এতে জনগণের ওপর বাড়তি চাপ তৈরি হবে। আর ‘সিএনজিচালিত বাসের ভাড়া বাড়বে না, শুধু ডিজেলচালিত বাসের ভাড়া বাড়বে’; এমন নীতি রাস্তায় প্রয়োগ করা অবাস্তব।

বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘যা হচ্ছে, তা যাত্রীদের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই না। রাস্তায় কোন বাস সিএনজিতে চলে, আর কোন বাস ডিজেলে চলে, সেটা কে দেখবে? বাস্তবে সবাই ভাড়া বাড়াবে।’

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি রুস্তম আলী খান ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘তেলের দাম কমানোর আগ পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের পরিকল্পনা নেই। বাজারে জিনিসপত্রের দাম নিয়ে জনগণ নাখোশ। এখন আমরা ট্রাকের ভাড়া বাড়ালে বাজারে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। আমরা জনগণকে এমন কষ্ট দিতে চাই না।’

সমঝোতার জন্য সরকারের তরফ যোগাযোগ করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে রুস্তম আলী খান ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘আমাদের সঙ্গে এখনো কেউ যোগাযোগ করেনি।’

শেয়ার করুন