২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৫:৪৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


পটুয়াখালীতে গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব
পটুয়াখালী প্রতিনিধি: মোঃ হাসিবুল ইসলাম
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২১
পটুয়াখালীতে গাঁজাসহ দুইজনকে  আটক করেছে র‌্যাব


পটুয়াখালী জেলার সদর থানাধীন সদর রোড এর লঞ্চঘাট সংলগ্ন তিনতলা কিসমত আবাসিক হোটেলের ২য় তলার পূর্ব পাশে ২৮ নম্বর রুমের ভিতর থেকে র‌্যাব-৮ এর হাতে ২’জন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে র্যাব-৮ জানায়, বুধবার (৩’নবেম্বর) ১১:৫০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, পটুয়াখালী জেলার সদর থানাধীন সদর রোড এর লঞ্চঘাট সংলগ্ন তিনতলা কিসমত আবাসিক হোটেলের ২য় তলার পূর্ব পাশে ২৮ নম্বর রুমের ভিতর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় করিতেছে। এসময় কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ১২:৪৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ২’জন ব্যক্তিকে গ্রেফতার করেন। এসময় তাদের নিকট হতে ২ কেজি কথিত গাঁজা, ২’টি মোবাইল, ৪’টি সীম এবং গাঁজা ক্রয়/বিক্রয়ের ১১৮০ টাকা উদ্ধার করা হয়। কথিত গাঁজা- যাহার বাজার মূল্য অনুমান ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। মোঃ সোহাগ ব্যাপারী (২৪), পিতা-মোহাম্মদ আলী ব্যাপারী, সাং-মৃধাকান্দি, ০৩নং ওয়ার্ড, ইউপি-আরশিনগর, থানা-সখিপুর, জেলা-শরিয়তপুর, ২। মোঃ মেহেদী হাসান খান (২৮), পিতা-মোঃ হাবিবুর রহমান খান, সাং-বীর পাশা, ০২নং ওয়ার্ড, ইউপি-০৬নং কনকদিয়া থানা-বাউফল, জেলা-পটুয়াখালী। র্যাব আরও জানান, আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে পেশায় সে একজন দিনমুজুর এবং অন্য একজন কলেজ পড়ুয়া ছাত্র হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। ধৃত আসামীদ্বয় অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয় এবং র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন