১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:৫৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


মার্কিন শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশি উদ্ভাবিত কোম্পানি ‘এফইএক্সডি’
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২১
মার্কিন শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশি উদ্ভাবিত কোম্পানি ‘এফইএক্সডি’


মার্কিন শেয়ার বাজার নাসডাকের তালিকাভুক্ত হল বাংলাদেশি উদ্ভাবিত কোম্পানি ‘ফিনটেক ইকোসিস্টেম ডেভেলপমেন্ট কোম্পানি’ (এফইএক্সডি)। এর কোম্পানির প্রতিষ্ঠাতা বাংলাদেশি প্রকৌশলী ড. সাইফুল খন্দকার। এই কোম্পানির মাধ্যমে কম সময়ে নামমাত্র ফি দিয়ে এক দেশ থেকে অন্য দেশে টাকা স্থানান্তর করা যায়। 

গত সোমবার নিউইয়র্ক সিটির ম্যানহাটনের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাইফুল খন্দকার এই তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে বলা হয়, ফিনটেক ইকোসিস্টেম ডেভেলপমেন্ট কোম্পানির অফিস বাংলাদেশ, ভারত ও জাম্বিয়ায় খোলা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেটে এর সদর দফতর।  ‘গ্লোবাল ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফরম’ হিসেবে এই সংস্থাটি ২০ বছরের মধ্যে মূলধন এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। 

কোম্পানির প্রতিষ্ঠাতা প্রকৌশলী ড. সাইফুল খন্দকার বলেন, ইলেক্ট্রনিক পদ্ধতিতে ব্যক্তি, সরকারি সংস্থা এবং ব্যাংকের তহবিল এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরের জন্যে ডব্লিউইউ, পেপাল, জুম প্রভৃতি টার্মিনাল রয়েছে। তবে ‘এফইএক্সডি’র কার্যক্রম সেগুলোর চেয়ে আরও আধুনিক এবং নিরাপদে অনেক কম সময়ে গন্তব্যে অর্থ পৌঁছাতে সক্ষম হবে। 

যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকায় সংযুক্ত রয়েছি আমরা। মোবাইলে অর্থ লেন-দেন এবং গন্তব্যে পৌঁছাতে বিশেষভাবে অভিজ্ঞতা সম্পন্নরাই রয়েছেন এফইএক্সডি-তে। 

সাইফুল খন্দকার বলেন, নাসডাক থেকে প্রবাসীরাও আমাদের স্টক ক্রয় করতে পারবেন।

শেয়ার করুন