১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৬:২৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


পুলিশ নিয়োগে ঘুষ বাণিজ্যের সুযোগ নেই’
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২১
পুলিশ নিয়োগে ঘুষ বাণিজ্যের সুযোগ নেই’


পুলিশ নিয়োগে ঘুষ বাণিজ্যের সুযোগ নেই বলে জানিয়েছেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। তিনি বলেন, এক সময় এই নিয়োগে ঘুষ বাণিজ্য করতো এক শ্রেণির অসাধু দালালচক্র। কিন্তু এবার সেই সুযোগ নেই। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এবারে পুলিশের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কনস্টেবল পদে অনলাইনে আবেদন চলছে।

রবিবার দুপরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে পঞ্চগড়ে কর্মরর্ত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, আগামী ৪ নভেম্বর অনলাইন আবেদন শেষ হলে প্রাথমিক বাছাইয়ের পর শারীরিক পরীক্ষা হবে। প্রত্যেক চাকরি প্রার্থীকে ১১টি ধাপে অংশ নিতে হবে। এসব ধাপ থেকে প্রার্থী বাছাই করা হবে। পরে লিখিত, মৌখিক এবং শারীরিক পরীক্ষায় অংশ নিতে হবে। এসব পরীক্ষা উত্তীর্ণদের পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।

পুলিশ সুপার জানান, পুলিশ নিয়োগে দেশে প্রথমবারের এই পদ্ধতি শুরু হয়েছে। এ পদ্ধতির মাধ্যমে পুলিশ নিয়োগে দালালদের দৌরাত্ম্য শেষ হবে। পুলিশ নিয়োগে কাউকে টাকা না দেওয়া বা তদবির না করার আহ্বান। সেই সাথে কেউ এমন কাজ করলে পুলিশকে খবর দেওয়ার কথা জানান তিনি।

প্রসঙ্গত, সারা বাংলাদেশে পুলিশ বিভাগে বিভিন্ন পদে নিয়োগ শুরু করেছে সরকার। পঞ্চগড়ে আগামী ১৪ নভেম্বর পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে। এই জেলায় ২১ জন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

শেয়ার করুন