২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৪৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


নিষেধাজ্ঞা শেষে বরিশালের মোকামে প্রচুর ইলিশ
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-১০-২০২১
নিষেধাজ্ঞা শেষে বরিশালের মোকামে প্রচুর ইলিশ


প্রধান প্রজনন মৌসুমে ‍২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ফের সরগরম হয়ে উঠেছে বরিশালের পাইকারি ইলিশ মোকাম পোর্ট বাজার। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এই মোকামে প্রায় ২ হাজার মণ ইলিশ এসেছে। তবে বেশির ভাগ মাছের পেটে ডিম থাকায় প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞার সময়টা সঠিক হয়নি বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

আড়তদাররা বলছেন, প্রচুর পরিমাণে ইলিশ আমদানি হওয়ায় এলসি খুলে দিলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। এদিকে, মৎস্য কর্মকর্তারা বলছেন, তাদের অভিযান সফল হয়েছে।

সকাল থেকেই মোকামে আসতে শুরু করেছে ইলিশের ট্রলার। বড় সাইজের ইলিশের সাথে ছোট সাইজের ইলিশ এসেছে প্রচুর। ক্রেতারা অভিযোগ করছেন, ২২ দিন নিষেধাজ্ঞার পরও ইলিশের দাম বেশি এবং মাছে ডিম থাকায় নিষেধাজ্ঞার সময়টা বৃদ্ধি করলে ডিমওয়ালা মাছগুলো ধরা পড়তো না।

ব্যবসায়ী মো. জহির সিকদার জানান, নিষেধাজ্ঞার পর প্রচুর ইলিশ আমদানি হয়েছে। কিন্তু ইলিশের পেটে ডিম থাকার কারণে মাছের দাম অনেক কম। ব্যবসায়ীরা অভিযোগ করেন, অভিযানটা সফল হয়নি। ইলিশ মাছ ডিম ছাড়ার সময় পায়নি। যার কারণে বাজারে যেসব ইলিশ আসছে, তার বেশির ভাগের পেটেই ডিম।

বরিশাল পোর্টরোড মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল বাংলাদেশ প্রতিদিনকে জানান, এবছর প্রচুর পরিমাণে ইলিশ আসতে শুরু করেছে। আগামীতে এরকম ইলিশ মাছ ধরা পড়লে রফতানি করার জন্য সরকারের কাছে এলসি খুলে দেওয়ার দাবি জানান এই ব্যবসায়ী নেতা।

মৎস্য অধিদপ্তরের মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বাংলাদেশ প্রতিদিনকে জানান, ইলিশ প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা সফল হয়েছে। মাছের সাইজ এবং যে মাছ আমরা পাচ্ছি তা দেখে মনে হচ্ছে আমরা সফল।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এবছর ৪ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের টার্গেট রয়েছে। ২২ দিনের নিষেধাজ্ঞায় তা সফল হবে বলে তাদের ধারণা। মঙ্গলবার বরিশালে বাজারে প্রায় ২ হাজার মণ ইলিশ এসেছে। এলসি সাইজের ইলিশ ৭০০ টাকা কেজি, ২৮ হাজার টাকা মণ, এক কেজি সাইজের ইলিশ ৮০০ টাকা কেজি, ৩২ হাজার টাকা মণ এবং ১২০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হয়েছে ৯০০ থেকে ৯৫০ টাকা কেজি, ৩৬০০ টাকা মণ।

ব্যবসায়ীরা দাবি করেছেন, পরবর্তী সময়ে মা ইলিশের অবস্থান ও সময় বুঝে নিষেধাজ্ঞা দেওয়া হলে ইলিশের উৎপাদন আরও বাড়বে। তার সাথে কঠোরভাবে জাটকা সংরক্ষণের দাবি জানান তারা।

শেয়ার করুন