২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৭:০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


হাসপাতালে অটোরিকশা প্রবেশে বাধা, দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-১০-২০২১
হাসপাতালে অটোরিকশা প্রবেশে বাধা, দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত


নোয়াখালী জেনারেল হাসপাতালে অটোরিকশা প্রকাশে বাধা দেওয়ায় ফটকে দায়িত্বরত দুই আনসার সদস্যকে ছুুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের মূল গেটের ফটকের দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন-মনসুর আলী ও মো. মিল্লাত। তাদের মধ্যে মনসুর আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যজনকে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন জানান, গত সপ্তাহ থেকে হাসপাতালের গেটের ভেতরে রোগীর গাড়ি ছাড়া অন্য সব যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে কিছু অটোরিকশা ভেতরে ঢুকতে চাইলে ওই আনসার সদস্যরা তাদের বাধা দেন। সে সময় কয়েকজন দুষ্কৃতকারী আনসার সদস্যদের ওপর হামলা চালায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

হাসপাতালের পরিসংখ্যানবিধ কামরুল হাসান মাসুদ জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্যরা ফটকের যানজট নিরসনে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে হাসপাতালের ভেতরে ঢুকতে বাধা দেয়। এ সময় রিকশায় থাকা অবৈধ স্ট্যান্ড চক্রের মূল হোতা মাহফুজ রিকশা থেকে উত্তেজিত হয়ে নেমে কর্তব্যরত ২ আনসার সদস্যকে ছুরিকাঘাত করে। এতে ২ আনসার সদস্য গুরুতর আহত হয়। 

ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন, নার্সেস অ্যাসোসিয়েশন, স্বাধীনতা সমন্বয় পরিষদ, ১৭-২০ গ্রেডের চতুর্থ শ্রেণির কর্মচারী, স্টুন্ডেস নার্সেস অ্যাসোসিয়েশনসহ হাসপাতালের কর্মচারীরা সেবা কার্যক্রম বন্ধ করে বিক্ষোভ মিছিল করে। এছাড়া জরুরি সেবা ছাড়া আগামী ১২ ঘণ্টা সকল সেবা কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

শেয়ার করুন