২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০১:২৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


‘এক মানবের একই রক্ত মেশা’
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-১০-২০২১
‘এক মানবের একই রক্ত মেশা’


‘মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই/যেন গোরে থেকেও মুয়াযযিনের আজান শুনতে পাই।’ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এ দুটি পঙিক্ত লিখেছেন। কাজী নজরুল আমাদের যাপিত জীবনের নয়নের মণি। ইসলাম ধর্মের মৌলিক অনুষঙ্গগুলোর প্রায় সব বিষয় নিয়েই নজরুল অপূর্ব সব গান লিখে গেছেন। গর্বে আনন্দে আমাদের বুক ভরে যায়। কাজী নজরুলকে ছাড়া আমরা অপূর্ণ। কিন্তু এমন অসাধারণ কবির সাম্যবাদী আদর্শ আমরা কতটুকু হৃদয়ে ধারণ করতে পারি?

বর্তমানে বাংলাদেশ একটা দুঃসময়ের মধ্য দিয়ে চলছে। সাম্প্রদায়িক সন্ত্রাস আমাদের সন্ত্রস্ত করে তুলেছে। এই আধুনিক যুগে সামাজিক গণমাধ্যমে অল্প একটু সত্যের সঙ্গে অনেকখানি মিথ্যা মিশিয়ে মোনাফেকি কাণ্ডকারখানা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে বিভ্রান্তিকর ও উত্তেজনাকর খবরের মহাভাণ্ডার। এসব খবরে প্রতিনিয়ত জনমন বিভ্রান্ত, ক্ষুব্ধ, হতভম্ব হয়ে উঠছে। সম্প্রতি দুর্গাপূজার সময় বাংলাদেশে যেসব সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটল—এসব হামলা কোনো সভ্য দেশের সভ্য মানুষের কাম্য হতে পারে না। বাংলাদেশের মতো ক্ষুদ্র একটি দেশে, এই সময়ে, বিশেষ করে স্বাধীনতাযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী একটি দল যখন ক্ষমতায়, তখন এমন ন্যক্কারজনক ঘটনা কারো কাম্য নয়। ধিক্কার জানাই, নিন্দা জানাই এসব ঘটনার। একটা গল্প না বলেই পারছি না। গল্পটাও ঐ সোশ্যাল মিডিয়াতেই শোনা—‘একটি শকুনের বাচ্চাকে মা-শকুন খাদ্য মুখে তুলে দিচ্ছিল। শিশু শকুনটি মা-শকুনকে বলল, ‘মা, তুমি তো মরা গরু, মরা ইঁদুর, পাখি অনেক রকম পশুপাখির মাংস খাওয়ালে; একদিন আমাদের মানুষের মাংস খাওয়াবে?’ মা-শকুন বলল, ‘মানুষের মাংস খাবি? এ আর এমন কি! দাঁড়া ব্যবস্থা করছি।’ ব্যস, মা-শকুন তখন এক টুকরা শূকরের মাংস একটি মসজিদের ওপর ফেলে এলো আর এক খণ্ড গোমাংস মন্দিরের ওপর ফেলে এলো। ব্যস, তারপর যা ঘটবার তা-ই হলো। লাগল দুই ধর্মের সংঘাত আর মারমার-কাটকাট। জাত গেল, ধর্ম গেল। শুরু হলো হানাহানি, লুটতরাজ, যার নাম দাঙ্গা বা রায়ট। ব্যস, মজা লুটল কারা? শকুন তার স্বার্থ হাসিল করে তার সন্তানের জন্য মানুষের মাংসের জোগান করে ফেলল।  আমরা যেই বিদ্রোহী কবিকে হৃদয়ের মণিকোঠায় রাখি, সেই কবি তাঁর জীবদ্দশায় সাম্প্রদায়িক হানাহানি দেখে একের পর এক বিস্ফোরক সব কবিতা লিখেছেন। আমরা কি কাজী নজরুলের বিখ্যাত ইসলামি সংগীতের পাশাপাশি এসব মানবতাবাদী অসংখ্য কবিতা কখনো হূদয় দিয়ে ভেবে দেখেছি? নজরুল মনে করতেন, হিন্দু-মুসলমান পরস্পর একত্র হতে পারেনি বলেই ভারতবর্ষের এত দুর্গতি। হিন্দু ও মুসলমানের মধ্যে বিরোধটাকে কাজে লাগিয়ে সাম্রাজ্যবাদী শক্তি সুদীর্ঘকাল ধরে ভারতবর্ষকে শাসন ও শোষণ করেছে। আর তাদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতির ফাঁদে পড়ে প্রাণ হারিয়েছেন অসংখ্য সাধারণ হিন্দু-মুসলমান। কিছুদিন আগে নোবেল পুরস্কারবিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের স্মৃতিকথামূলক বই ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড :আ মেমোয়ার’ বইতে সাতচল্লিশের দাঙ্গা প্রসঙ্গে লিখেছেন, ‘তখন আমার বয়স ১১ বছর ছুঁইছুঁই। আমি এটুকু বুঝতাম যে, সাম্প্রদায়িক বিভাজন খুবই খারাপ। তবে ঐ বিকেলে রক্তাক্ত কাদের মিয়াকে সহায়তার চেষ্টা ও পানি পান করাতে গিয়ে বিষয়টি নতুনভাবে টের পেলাম।...আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে, কেন এমন কিছু মানুষের হাতে কাদের মিয়াকে খুন হতে হলো, যারা তাকে চেনেও না। এসব খুনির শুধু একটি বিষয়ই জানা ছিল যে কাদের মিয়া একজন মুসলমান, তিনি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ।’ সাম্যবাদী কাব্যগ্রন্থে মানুষ কবিতায় নজরুল এজন্য বলেছেন—‘গাহি সাম্যের গান—/যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান,/যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রিশ্চান।’  প্রকৃতই ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’। পৃথিবীর সকল মহিমান্বিত মানুষের কাছে ধর্মের বাহ্যিক আড়ম্বর কখনো বড় হয়ে ওঠেনি, বড় হয়ে উঠেছে মনুষ্যত্ববোধ। আমরা দেখেছি, ইসলামি সংগীতের পাশাপাশি কাজী নজরুল ইসলাম বিপুলসংখ্যক শ্যামাসংগীতও রচনা করেছেন। এজন্য নজরুল সওগাতে বলেছেন, ‘এঁরা কি মনে করেন হিন্দু দেব-দেবীর নাম নিলেই সে কাফের হয়ে যাবে? তাহলে মুসলমান কবি দিয়ে বাঙলা সাহিত্য সৃষ্টি কোনো কালেই সম্ভব হবে না জৈগুন বিবির পুঁথি ছাড়া।’ বস্তুত, মানুষকে, মানুষের ধর্মকে আমাদের জাতীয় কবি আজীবন সবার আগে জায়গা দিয়েছেন। তাঁর মতো আমরাও কি মানুষের কল্যাণ, সমাজের মঙ্গল চাইব না? ব্রিটিশরা চলে গেছে প্রায় ৭৫ বছর আগে। তাদের শাসনের সুবিধার জন্য হিন্দু-মুসলমানের মধ্যে যেই ধর্মীয় ভেদাভেদ হিংসা ঢুকিয়ে দিয়ে গিয়েছিল, সেই বিষবৃক্ষ পাকিস্তান আমলে উপমহাদেশে বিষফল দিতে থাকে। বাংলাদেশ স্বাধীন অনেকগুলো কারণে, তার মধ্যে একটি ছিল সাম্প্রদায়িক হানাহানির বিষ থেকে মুক্ত হওয়া। কিন্তু দুঃখের বিষয় হলো স্লো পয়জনের মতো সেই বিষ এখনো ছড়াচ্ছে। সেই বিষের চাষ করছে কিছু মতলববাজ গোষ্ঠী।

প্রতিমার পাশে হনুমানের কোলের ওপর মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কে বা কারা রেখে গেছে, তার তদন্ত এখনো অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ধরাও পড়েছে অনেকে। প্রকৃত সত্য নিশ্চয়ই সম্পূর্ণভাবে স্পষ্ট হবে। কিন্তু প্রশ্ন অন্যখানে। প্রশ্ন হলো, এক ধর্মের অবমাননা করা এবং অন্য ধর্মের সম্মানহানি কি কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? সুস্থ বা অসুস্থের সংজ্ঞা তো কেবল শারীরিক বা মানসিক অসুস্থতা নয়। কিছু দুষ্ট মানুষ আছে, কিছু ভয়ংকর কুচক্রী আছে, যারা নিজ স্বার্থ চরিতার্থ করতে কী না করতে পারে! সাম্প্রদায়িকতার নামে সংখ্যালঘুদের ওপর এমন আঘাত যুগ যুগ ধরে চলে আসছে। স্বাধীনতার ৫০ বছর পরও কি আমরা সেই অন্ধযুগের কানাগলিতে ঘুরে মরব?

আজ বাংলাদেশের উন্নয়ন যে কোনো উন্নয়নশীল দেশের জন্য ঈর্ষণীয়। মাত্র অর্ধশতকে বাংলাদেশ গুটিগুটি পায়ে বিশ্বের দরবারে মোটামুটি নিজের একটা সম্মানের জায়গা সুদৃঢ় করেছে। আমাদের যোগ্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গত ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত একাধারে রাষ্ট্র পরিচালনা করে দেশকে এক অবিস্মরণীয় উচ্চতায় নিয়ে যাচ্ছেন। প্রতিটি ক্ষেত্রে আমরা, মানে আমাদের ক্ষুদ্র বদ্বীপটি এগিয়ে যাচ্ছে। দেশের বিশাল জনগোষ্ঠীর যে প্রচণ্ড চাপ সরকারের ওপর আছে, সেটাকে কেউ অস্বীকার করতে পারবেন না। তারপর আজ দেশের একটা লোকও না খেয়ে মরেন নাই। এই করোনা মহামারির ১৮ মাস এ দেশে পথে পথে মৃতদেহ পড়ে থাকার কথা। কিন্তু এ দেশের ক্ষমতাসীন দল কিন্তু সেটাও যোগ্য সময়ে দ্রুততার সঙ্গে আয়ত্তের মধ্যে আনতে পেরেছে। ভ্যাকসিন উদ্ভাবনের প্রথম ধাপেই বাংলাদেশের বেশ কিছু মানুষ ভ্যাকসিন পেতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে ৪ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমাদের কর্মক্ষম শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, সেবাদানকারী সবার সমবেত প্রচেষ্টায় দেশ তরতর করে এগিয়ে যাচ্ছে। করোনায় পৃথিবীর অতি উন্নত দেশগুলোও নাজেহাল হয়েছে; কিন্তু বাংলাদেশে কোভিড কখনোই নিয়ন্ত্রণের বাইরে যায়নি।

আমরা যারা পাকিস্তান আমলে জন্মগ্রহণ করেছি, তারা খুব ভালোমতো বুঝতে পারি, আমাদের দেশের কী অবস্থা ছিল আর এখন কী অভাবিত উন্নতি হয়েছে। অবশ্যই ১৭/১৮ কোটি জনগোষ্ঠীর বিশাল ভার বহন করা আমাদের মতো ছোট্ট দেশের পক্ষে চাট্টিখানি কথা নয়। আমাদের ভুলে গেলে চলবে না, স্বাধীনতার মাত্র চার বছরের মাথায় এই স্বাধীন দেশের বাঙালিরাই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। কী ব্যর্থতা ছিল কেউ আজ পরিষ্কার করে বলতে পারবে না। না, পাকিস্তানিরা নয়, স্বাধীন বাংলার মুসলমানেরাই আমাদের জাতির পিতার নিধনের জন্য দায়ী।

 

তার পরের ইতিহাস ভুলে যাওয়ার কথা নয়! কত বছর বাংলাদেশ সামরিক শাসনের আওতায় ছিল? দুই জেনারেলের কর্তৃত্বের ভেতর থেকেই জাতীয় পার্টি ও বিএনপির জন্ম। আওয়ামী লীগই একমাত্র আদি অকৃত্রিম দল—যা দেশ বিভাগের পর থেকে বাঙালি মুসলমানদের পক্ষে লড়ে এসেছে। এ দলটি অবশ্য ‘আওয়ামী মুসলিম লীগ’ থেকে ‘আওয়ামী লীগ’ হয়েছিল। তারও কিছু অসাম্প্রদায়িক তাত্ত্বিক বিশ্লেষণ আছে নিশ্চয়ই। মোদ্দা কথা, সম্প্রতি দুর্গাপূজার সময় সংখ্যালঘু গোষ্ঠীর ওপর যে সাম্প্রদায়িক নোংরা ষড়যন্ত্র করা হলো, সেটা যে বর্তমান সরকারের গদি নড়বড় করার অশুভ পাঁয়তারা—সেই সন্দেহ কেন জানি বারবার মনে আশঙ্কা সৃষ্টি করছে। হিন্দু-মুসলমানের ভেতরে এই ভেদাভেদ, সংঘর্ষ আজকের নয়; আমার অভিজ্ঞতায় ৬৪ থেকে দেখে এসেছি। আমার ছোটবেলার কোনো হিন্দু ক্লাসফ্রেন্ড আজ আর এ দেশে নেই। আমাদের পৈতৃক বাড়ি গেণ্ডারিয়ার দীননাথ সেন রোডের বাড়ির উলটো দিকে মাস্টার মশাইয়ের পরিবারকে আমি আমার ছোটবেলা থেকে ’৭৫ পর্যন্ত দেখেছি। তারপর বিশাল সম্পত্তি নামমাত্র মূল্যে বিক্রি করে অনিমেষদা’রা কলকাতায় চলে গেলেন। মনে পড়ে সাধনা ঔষধালয়ের মালিক যোগেশচন্দ্র ঘোষকে পাকিস্তানি দুইবার হত্যা করতে ব্যর্থ হয়ে তৃতীয়বার তাঁর শয্যায় তাঁকে গুলি করে হত্যা করে কেবল হিন্দুধর্মের মানুষ হওয়ার অপরাধে। আমার বাবা পাড়ার লোকজন নিয়ে পাকিস্তানি বাহিনীর সিপাহিদের দুবার প্রতিরোধ করেছিলেন, কিন্তু পিসকমিটির কিছু খারাপ লোকের কারণে বেশিদিন প্রতিরোধ করতে পারেননি।

তাই, সবাইকে বলছি, দোহাই লাগে, সাম্প্রদায়িক সন্ত্রাসের এ চক্রান্তে কেউ পা দেবেন না। সামাজিক মাধ্যমের মিডিয়াগুলো, বিশেষ করে উপমহাদেশের কিছু মিডিয়া তাদের দেশের রাজনীতির সঙ্গে বাংলাদেশের বর্তমান ঘটনাকে জড়িয়ে দুই দেশের সম্পর্কের ফাটল ধরাতে চেষ্টা করছে। রাজনৈতিক দলের নেতৃত্বরা কিন্তু টুঁ শব্দ করছেন না। কিন্তু সাম্প্রদায়িক উসকানিমূলক দল ও দায়িত্বহীন কিছু গোষ্ঠী এর ফায়দা তুলতে উঠেপড়ে লেগেছে। একটি পরীক্ষিত ও রাষ্ট্রপরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন দলকে উচ্ছেদ করলে আমাদের দেশে যদি কোনো খারাপ দল বা গোষ্ঠী ক্ষমতায় আসে, তাহলে তার ভুক্তভোগী হবে দেশের সাধারণ মানুষ। কোনো এক অপ্রকৃতিস্থ ইকবালকে দিয়ে যে কাজ করানো হয়েছে, তার জন্য কত শতসহস্র সংখ্যালঘু মানুষ দুর্ভোগে পড়ল! তাই বলি, শান্ত হও বাঙালি মুসলমান, শান্ত হও জাতি, শান্ত হও, সুস্থ হও। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা তো ‘আশরাফুল মাকলুকাত’ সৃষ্টির সেরা জীব। নিজেদের শ্রেষ্ঠত্বের সম্মান রক্ষা করাটাও সকলের দায়িত্ব। কাজী নজরুলের কবিতার পঙিক্ত দিয়েই শেষ করছি। সত্য-সুন্দর-কল্যাণের পূজারি নজরুল চেয়েছেন সম্প্রদায়ের ঊর্ধ্বে মানুষের মুক্তি। এজন্য তিনি প্রলয় শিখায় লিখেছেন—‘কাটায়ে উঠেছি ধর্ম-আফিম-নেশা/ধ্বংস করেছি ধর্ম-যাজকী পেশা/ভাঙি’ মন্দির, ভাঙি’ মসজিদ/ভাঙিয়া গির্জা গাহি সঙ্গীত,/এক মানবের একই রক্ত মেশা/কে শুনিবে আর ভজনালয়ের হ্রেষা।’ তারপর তিনি দ্ব্যর্থহীন চিত্তে লিখেছেন—‘আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ/ কৃষ্ণ বুদ্ধ নানক কবীর,—বিশ্বের সম্পদ,/আমাদেরি এঁরা পিতা-পিতামহ, এই আমাদের মাঝে/তাঁদেরি রক্ত কম-বেশি ক’রে প্রতি ধমনীতে বাজে!’


 

 

শেয়ার করুন