২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৫৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


এক হাতে দুর্দান্ত ক্যাচ স্কটল্যান্ডের রিচি ব্যারিংটনের
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২১-১০-২০২১
এক হাতে দুর্দান্ত ক্যাচ স্কটল্যান্ডের রিচি ব্যারিংটনের


টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই একের পর এক চমক দেখা যাচ্ছে। কোনও ক্রিকেটার চার বলে চার উইকেট নিচ্ছেন, কোনও ক্রিকেটার আবার কয়েক দিন আগেই অন্য পেশায় জড়িয়ে ছিলেন, বিশ্বমঞ্চে এসেই ঝলক দেখাচ্ছেন। এরই মাঝে গত মঙ্গলবার (১৯ অক্টোবর) পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে এক হাতে ক্যাচ নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন স্কটল্যান্ডের রিচি ব্যারিংটন। 

তবে শুধু ফিল্ডিংয়ে নয়, ব্যাট হাতেও মুগ্ধ করেছেন স্কটিশ ক্রিকেটার রিচি। ৪৯ বলে ৭০ রান করেন ৩৪ বছরের রিচি ব্যারিংটন। সবে মাত্র প্রথম রাউন্ড চলছে তাতেই এত চমক। আরও চমকের অপেক্ষায় থাকবে ক্রিকেটপ্রেমীরা।

পাপুয়া নিউগিনির ইনিংস চলাকালীন ৫.৫ ওভারে জস ডেভির বলে ড্রাইভ মারতে গিয়ে সাইমন অ্যাটাই রিচি ব্যারিংটনের হাতে ক্যাচ দিয়ে বসেন। এক হাতে দুরন্ত ক্যাচ নেন ব্যারিংটন। তার ক্যাচ নেওয়ার ভিডিও পোস্ট করে আইসিসি ইন্সটাগ্রামে লেখে, রিচি ব্যারিংটন শুধু ব্যাট দিয়ে মুগ্ধ করে সন্তুষ্ট নন, তিনি আমাদের ফিল্ডিংয়েও মাস্টারক্লাস দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

পাপুয়া নিউগিনির বিরুদ্ধে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় স্কটল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তোলে স্কটরা। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগে অলআউট হয়ে যান আসাদ ভালারা। ১৭ রানে হেরে যায় পাপুয়া নিউ গিনি। প্রথম রাউন্ডের দুই ম্যাচে জিতে গ্রুপ‘বি’ এর শীর্ষে রয়েছে স্কটল্যান্ড। অন্যদিকে যোগ্যতা অর্জন পর্বের দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবলের সব থেকে নিচে রয়েছে পাপুয়া নিউগিনি।

শেয়ার করুন