২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২:৪৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


খোঁজ মিলছে না দুই কিশোরীর
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২১
খোঁজ মিলছে না দুই কিশোরীর


লক্ষ্মীপুরে নাজমা আক্তার ও পপি আক্তার (দুই চাচাতো বোন) নামের সমবয়সী দুই কিশোরীর খোঁজ মিলছে না। গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছে তারা।

বুধবার দুপুর একটার দিকে কমলনগর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে নিখোঁজ কিশোরীদের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

সোমবার ভোরে কমলনগরের চরমার্টিন এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে এখনও ফেরেনি তারা। এ নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে তাদের পরিবারের সদস্যরা। পুলিশ বলছে, তাদের উদ্ধারে কাজ চলছে।

জানা যায়, উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মাঝি বাড়ির শামছুল হকের মেয়ে নাজমা। সে স্থানীয় মুন্সিরহাট আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তার সমবয়সী চাচাতো বোন পপি আক্তার একই বাড়ির নুরুল হকের মেয়ে। সোমবার ভোরে সবার অজান্তে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে এখনও তারা বাড়ি ফেরেনি।

নিখোঁজ নাজমা আক্তারের ভাই সবুজ আলম ও পপির ভাই ফারুক জানান, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তাদের পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, দুই কিশোরীর পরিবারের লোকজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন