২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৬:৪৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৪-১০-২০২১
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২


ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় আলমসাধুতে থাকা আরও ১০ জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর ও মহেশপুর উপজেলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে মহেশপুর উপজেলার চড়কতলা এলাকায় ট্রাক চাপায় দেবদাস মন্ডল (৩৫) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। নিহত দেবদাস মন্ডল সাতক্ষীরার শ্যামনগর গ্রামের নিতাই মন্ডলের ছেলে।

মহেশপুর থানার এএসআই হাবিব জানান, সকাল ৬টার দিকে মহেশপুর শহর থেকে ব্র্যাক কর্মী দেবদাস মন্ডল মোটরসাইকেলে করে চড়ক তলার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সাজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় দেবদাস মন্ডল রাস্তায় ছিটকে পড়ে। সেসময় দ্রুতগামী ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
 
অপরদিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজারে বাসের ধাক্কায় ফজলু মোল্লা (৫৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গান্না বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু মোল্লা কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের জাফর মোল্লার ছেলে।

স্থানীয় ফুল ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে গান্না ফুলবাজারের কাছে অপর একটি গাড়ি ওভারটেক করতে যায়। এসময় কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রাম আলমসাধু যোগে ১৫জন দিনমজুর কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গান্না বাজারের পূর্বপাশে পৌঁছালে বাসটির পিছন দিক থেকে আলমসাধুটি ধাক্কা দেয়।

এতে রাস্তায় ছিটকে পড়ে আলমসাধুতে থাকা সকল যাত্রী। এসময় ফজলু মোল্লা ঘটনাস্থলেই নিহত হয়। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন