২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০:২২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


অস্কার লাইভ
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২১
অস্কার লাইভ


  • শেষ হলো অস্কারের আনুষ্ঠানিকতা। সর্বাধিক তিনটি পুরস্কার নিয়ে এগিয়ে থাকলো যাযাবরের গল্প ‘নোম্যাডল্যান্ড’।
  • সেরা অভিনেতা হয়েছেন অ্যান্থনি হপকিন্স। ‘দ্য ফাদার’ ছবির সুবাদে পুরস্কারটি গেলো তার ঘরে। তার নাম ঘোষণা করেন গতবারের সেরা অভিনেতা ওয়াকিন ফিনিক্স।
  • অস্কারে সেরা অভিনেত্রী হলেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড। ‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। তার নাম ঘোষণা করেন গতবারের সেরা অভিনেত্রী রেনে জেলওয়েগার।
  • অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩তম আসরে সেরা চলচ্চিত্র হলো ‘নোম্যাডল্যান্ড’। এটাই অস্কারের সর্বোচ্চ সম্মান। বিজয়ী ছবির নাম ঘোষণা করেন পুয়ের্তোরিকান অভিনেত্রী রিটা মোরেনো। পুরস্কার নিতে ফের মঞ্চে এসেছেন পরিচালক ক্লোয়ি জাও। তার সঙ্গে আছেন প্রযোজক-অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড।
  • ২০২০ সালে মৃত্যুবরণ করা তারকাদের স্মরণ করা হলো অস্কারে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ভারতীয় অভিনেতা ইরফান খান, ফ্যাশন ডিজাইনার ভানু আথাইয়া, আমেরিকান তারকা চ্যাডউইক বোজম্যান ও ব্রিটিশ অভিনেতা শন কনারি। প্রয়াতদের প্রতি সম্মান জানাতে মঞ্চে আসেন আমেরিকান অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেট।
  • উপস্থাপক লিল রেল হাওয়ারি ডলবি থিয়েটারে অ্যান্ড্রা ডে, ড্যানিয়েল কালুইয়া ও গ্লেন ক্লোজের সঙ্গে গান-বাজনা নিয়ে মজার আইটেমে অংশ নিয়েছেন। সুরের মূর্ছনা তুলেছেন র‌্যাপার কোয়েস্টলাভ।
  • অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা মৌলিক গান হয়েছে ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া’ ছবিতে ব্যবহৃত ‘ফাইট ফর ইউ’। এটি গেয়েছেন হার। আমেরিকান এই তারকার প্রকৃত নাম গ্যাব্রিয়েলা সার্মিয়েন্টো উইলসন। বিজয়ী গানের নাম ঘোষণা করেন জেন্ডায়া।
  • আরেকটি অস্কার পেলো অ্যানিমেটেড ছবি ‘সৌল’। সেরা মৌলিক সুর শাখার পুরস্কারটি জিতেছেন ট্রেন্ট রেজনা, অ্যাটিকাস রস, জন বাটিস্ট। বিজয়ী ছবির নাম ঘোষণা করেন আমেরিকার এ প্রজন্মের অভিনেত্রী জেন্ডায়া।
  • মানবকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে অ্যাকাডেমির হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা-নির্মাতা টাইলার পেরি। তাকে সম্মান জানান আমেরিকান অভিনেত্রী ভায়োলা ডেভিস।
  • সেরা সম্পাদনা শাখায় পুরস্কার পেয়েছে ‘সাউন্ড অব মেটাল’। এর সম্পাদনা করেছেন মিকেল ই. জি. নিলসেন। বিজয়ী ছবির নাম ঘোষণা করেন আমেরিকান অভিনেতা হ্যারিসন ফোর্ড।
  • সেরা চিত্রগ্রহণ শাখার অস্কারও জিতেছে ‘ম্যাঙ্ক’। এর চিত্রগ্রাহক এরিক মেসারস্মিট পুরস্কার নিয়েছেন। বিজয়ী ছবির নাম ঘোষণা করেন আমেরিকান অভিনেত্রী হ্যালি বেরি।
  • সেরা শিল্প নির্দেশনা শাখার অস্কার পেয়েছে সর্বাধিক ১০টি শাখায় মনোনীত ডেভিড ফিঞ্চারের ‘ম্যাঙ্ক’। বিজয়ী ছবির নাম ঘোষণা করেছেন আমেরিকান অভিনেত্রী হ্যালি বেরি।
  • অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা পার্শ্ব-অভিনেত্রী হয়েছেন দক্ষিণ কোরিয়ার ইয়া-জাঙ উন। ‘মিনারি’ ছবির সুবাদে এই স্বীকৃতি পেলেন তিনি। তাঁর নাম ঘোষণা করেন গতবারের সেরা পার্শ্ব অভিনেতা ব্র্যাড পিট।
  • সেরা ভিজ্যুয়াল ইফেক্টস শাখার অস্কার জিতেছে ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘টেনেট’। বিজয়ী ছবির নাম ঘোষণা করেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা স্টিভেন ইয়ান।
  • সেরা প্রামাণ্যচিত্র শাখায় অস্কার জিতেছে ‘মাই অক্টোপাস টিচার’। আমেরিকান অভিনেত্রী মারলি ম্যাটলিন মূকাভিনয়ের মাধ্যমে এই শাখারও বিজয়ীর নাম ঘোষণা করেন।
  • অস্কারে সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র হয়েছে ‘কলেট’। বিজয়ীর নাম মূকাভিনয়ের মাধ্যমে ঘোষণা করেন আমেরিকান অভিনেত্রী মারলি ম্যাটলিন। এটাই ভিডিও-গেম স্টুডিও প্রযোজিত প্রথম কোনো ছবি যেটি অস্কার মনোনয়ন পেলো।
  • সেরা অ্যানিমেটেড ছবির শাখায় অস্কার জিতেছে পিট ডক্টর পরিচালিত ‘সৌল’। দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এই অ্যানিমেটেড ছবিতে অভিনয় করেছেন টিনা ফে, জেমি ফক্স ও গ্রাহাম নর্টন।
  • সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবির স্বীকৃতি পেয়েছে আমেরিকার ‘ইফ অ্যানিথিং হ্যাপেনস আই লাভ ইউ’। দুই শোকাহত বাবা-মাকে ঘিরে এর গল্প।
  • সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছে ‘টু ডিস্ট্যান্ট স্ট্রেঞ্জার্স’। যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন এই ছবির প্রেক্ষাপট। বিজয়ীর নাম ঘোষণা করেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ।
  • সেরা শব্দ শাখায় অস্কার জিতেছে ‘সাউন্ড অব মেটাল’। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা শব্দমিশ্রণ ও সেরা শব্দ সম্পাদনাকে একীভূত করে রয়েছে সেরা শব্দ শাখা। অত্যাধুনিক প্রযুক্তির সুবাদে শব্দ নিয়ে আলাদা দুটি শাখার প্রয়োজন ফুরিয়ে গেছে। অস্কার কর্তৃপক্ষ তাই এই সিদ্ধান্ত নিয়েছে।
  • ‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য সেরা পরিচালক শাখায় অস্কার জিতেছেন ক্লোয়ি জাও। তিনিই প্রথম এশিয়ান বংশোদ্ভুত নারী পরিচালক যিনি এই পুরস্কার পেলেন। আর অস্কারের ইতিহাসে দ্বিতীয় নারী নির্মাতা সেরা পরিচালক হলেন।
  • সেরা পোশাক পরিকল্পনা শাখায়ও অস্কার জিতেছে “মা রেইনি’স ব্ল্যাক বটম”। ছবিটির পোশাক পরিকল্পনা করেছেন ৮৯ বছর বয়সী অ্যান রোথ। বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন আমেরিকান অভিনেতা ডন শিডল।
  • সেরা রূপ ও চুলসজ্জা শাখায় অস্কার জিতেছে “মা রেইনি’স ব্ল্যাক বটম”। বিজয়ীর নাম ঘোষণা করেছেন আমেরিকান অভিনেতা ডন শিডল।
  • সেরা পার্শ্ব-অভিনেতা শাখার অস্কার জিতলেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল কালুইয়া। ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া’র জন্য এই সম্মান পেলেন তিনি। তার নাম ঘোষণা করেন আমেরিকান অভিনেত্রী লরা ডার্ন।
  • সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে অস্কার জিতেছে ডেনমার্কের ‌‘অ্যানাদার রাউন্ড’। ছবিটি পরিচালনা করেছেন ডেনিশ নির্মাতা টমাস ভিন্টারবার্গ। এটাই ছিল তার প্রথম মনোনয়ন। বিজয়ী ছবির নাম ঘোষণা করেন আমেরিকান অভিনেত্রী লরা ডার্ন।
  • সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য অস্কার পেয়েছে ‘দ্য ফাদার’। ছবিটির চিত্রনাট্য সাজিয়েছেন ক্রিস্টোফার হ্যাম্পটন ও পরিচালক ফ্লোরিয়ান জেলার। স্যাটেলাইটের মাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন ফ্লোরিয়ান জেলার।
  • সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য বিভাগে মনোনীতদের মধ্যে লস অ্যাঞ্জেলসের বাইরে থাকা তারকারা লন্ডনের ব্রিটিশ ফিল্ম অ্যাকাডেমি ও অস্ট্রেলিয়ার সিডনি থেকে স্যাটেলাইটে যুক্ত হয়েছেন।
  • সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে অস্কার জিতলেন ব্রিটিশ নির্মাতা-অভিনেত্রী এমারেল্ড ফেনেল। ‘প্রমিসিং ইয়াং ওম্যান’ ছবির জন্য এই স্বীকৃতি এলো তার হাতে।
  • ডলবি থিয়েটারে অস্কার মঞ্চে একটি ট্রফি নিয়ে হাজির আমেরিকান অভিনেত্রী রেজিনা কিং।
  • ‘অস্কার: ইনটু স্পটলাইট’ শেষ হলো। এবার ইউনিয়ন স্টেশনের ভেতরে জমকালো মঞ্চে প্রদান করা হবে ২৩টি বিভাগের পুরস্কার।
  • ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া’র গান ‘ফাইট ফর ইউ’ গেয়ে শোনালেন আমেরিকান গায়িকা হার। সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছে এটি।
  • করোনা মহামারিতে ব্যতিক্রম অনুষ্ঠান উপহার দেওয়ায় প্রযোজক ত্রয়ী স্টিভেন সোডারবার্গ, স্টেসি শের ও জেসি কলিন্সকে ধন্যবাদ জানিয়েছেন অ্যাকাডেমি সভাপতি ডেভিড রুবিন।
  • লালগালিচায় দ্যুতি ছড়িয়েছেন ব্রিটিশ অভিনেত্রী কারি মালিগ্যান ও ভ্যানেসা কার্বি, আমেরিকান অভিনেত্রী হ্যালি বেরি, আমান্ডা সাইফ্রাইড, জেন্ডায়া, অ্যান্ড্রা ডে, রেজিনা কিং, অ্যাঞ্জেলা ব্যাসেট, বুলগেরিয়ান অভিনেত্রী মারিয়া বাকালোভা।
  • আমেরিকান অভিনেতা লেসলি ওডোম জুনিয়র গাইছেন ‘ওয়ান নাইট ইন মায়ামি’র গান ‘স্পিক নাউ’। সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছে এটি।
  • ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল কালুইয়া দ্বিতীয়বার অস্কার মনোনয়ন পাওয়ায় ভালোলাগার অনুভূতি জানিয়েছেন। সেরা পার্শ্ব অভিনেতা শাখায় তিনিই ফেবারিট।
  • ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’ ছবির ‘হিয়ার মাই ভয়েস’ পরিবেশন করছেন ব্রিটিশ সংগীতশিল্পী ড্যানিয়েল পেম্বারটন ও গায়িকা সেলেস্ট। সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছে এটি।
  • অস্কারজয়ী অভিনেতা ম্যাথু ম্যাকোনাহে সিনেমা হলের কর্মীদের প্রতি সম্মান জানিয়েছেন। করোনা মহামারিতেও যারা সিনেমা হলকে সচল রেখেছেন তাদের ধন্যবাদ দিয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ। এরপর ‘দ্য বিগ স্ক্রিন ইজ ব্যাক’ হ্যাশট্যাগ চালু করেছে আয়োজকরা।
  • ‘দ্য লাইফ অ্যাহেড-লা ভিটা দাবান্তি আ সে’ ছবির ‘ইও সি-সিন’ পরিবেশন করছেন ইতালিয়ান গায়িকা লাউরা পাউজিনি ও আমেরিকান সংগীতশিল্পী ডায়ান ওয়ারেন। লস অ্যাঞ্জেলসের অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সের ডলবি ফ্যামিলি ছাদে তাদের পরিবেশনা ধারণ করা হয়েছে। সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছে এটি।
  • অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সভাপতি ডেভিড রুবিন শুভেচ্ছা বক্তব্যে সিনেমা হলে আবারো দর্শকদের ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন।
  • লস অ্যাঞ্জেলসের অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো। আগামী ৩০ সেপ্টেম্বর এর দুয়ার খুলে যাবে।
  • এবিসি নেটওয়ার্কের মাধ্যমে অনুষ্ঠানটি বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি দেখানো হচ্ছে। বাংলাদেশে স্টার মুভিজ এবং স্টার ওয়ার্ল্ড চ্যানেলে উপভোগ করা যাচ্ছে ৯৩তম অস্কার।
  • অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ অনুষ্ঠানে এনেছে আমূল পরিবর্তন। প্রথমবারের মতো একটি রেলস্টেশনে সাজানো হয়েছে অস্কার মঞ্চ।
  • সুইডিশ গায়িকা মলি সানদিয়েন গাইছেন ‘ইউরোভিশন সং কন্টেস্ট: দ্য স্টোরি অব ফায়ার সাগা’ ছবি থেকে ‘হুসাভিক’। এর চিত্রায়ন হয়েছে আইসল্যান্ডের হুসাভিকে।
  • সেরা মৌলিক গান বিভাগে মনোনীত তারকাদের পরিবেশনা প্রচার হচ্ছে।
  • ইউনিয়ন স্টেশন চত্বরে শুরু হয়েছে বিশেষ আয়োজন ‘অস্কার: ইনটু দ্য স্পটলাইট’। এটি উপস্থাপনা করছেন আমেরিকার দুই কৃষ্ণাঙ্গ তারকা আরিয়ানা ডিবোস ও লিল রেল হাওয়ারি।
  • ইউনিয়ন স্টেশনে নমুনা পরীক্ষাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। এর মধ্যে বেশিরভাগই হলিউডের চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের শুটিংয়ের মানদণ্ড অনুযায়ী।
  • অস্কার অনুষ্ঠানের তিন প্রযোজক স্টিভেন সোডারবার্গ, স্টেসি শের ও জেসি কলিন্স প্রতিশ্রুতি দিয়েছেন, এবারের আয়োজনে থাকবে সিনেমার স্বাদ। পুরো অনুষ্ঠান দেখে মনে হবে একটি সিনেমা!
  • করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ের দুই মাস পর হচ্ছে ৯৩তম অস্কার। গত পাঁচবারের মতোই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে আছেন গ্লেন ওয়েইস।
  • করোনা মহামারির কারণে আমন্ত্রিত অতিথি ও আয়োজকদের কর্মীরা মাস্ক ব্যবহার করছেন।
  • ইউনিয়ন স্টেশনের লালগালিচায় পা রাখছেন ৯৩তম অস্কারে মনোনীত বিভিন্ন ছবির কলাকুশলীরা।
  • হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে থাকছে পুরস্কার বিতরণের মূল আয়োজন।
  • মনোনীত সবাইকে চিঠি দিয়ে জুম অ্যাপের পরিবর্তে সশরীরে থাকতে বলা হয়েছে। তাই লন্ডনে ব্রিটিশ ফিল্ম একাডেমি এবং ফ্রান্সের প্যারিসে সেট সাজিয়েছেন আয়োজকরা।
  • যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে ইউনিয়ন স্টেশনে অস্কারের লালগালিচায় তারকা সমাগম হচ্ছে।
  • শুভ সকাল। এবারের অস্কার অনুষ্ঠান নিয়ে ইত্তেফাক অনলাইনের লাইভ কাভারেজে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই।
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত

শেয়ার করুন