১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৩:২৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


রিং আইডির ৭ কর্মকর্তার নামে মামলা যশোরে
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-১০-২০২১
রিং আইডির ৭ কর্মকর্তার নামে মামলা যশোরে


প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে যশোরে রিং আইডি’র ৭ কর্মকর্তার নামে মামলা করা হয়েছে। মামলায় আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

গতকাল শনিবার যশোর কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন ঝিকরগাছা উপজেলার দিকদানা গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে শিমুল কুমার বিশ্বাস।

আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্জারামপুর উপজেলার কালাই নগর গ্রামের সিরাজুল ইসলামের দুই ছেলে শরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম, একই এলাকার আমিনুল ইসলামের মেয়ে আইরিন ইসলাম, সিলেট সদর উপজেলার ওয়াপদা গ্রামের ইউসুফ আলীর ছেলে সালাহ উদ্দিন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের আবুল বাসারের ছেলে আহসান হাবিব, পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের মনির উদ্দিন শেখের ছেলে রফিকুল ইসলাম, রিং আইডি অফিস ও হবিগঞ্জ জেলা শহরের ৪ নম্বর পৌর ওয়ার্ডের সাজিদ মিয়ার ছেলে নাজমুল হোসেন। আসামিরা সবাই ঢাকার ধানমন্ডির ৭/এ রোডের সি/৫/এ নম্বর ফ্ল্যাটে অবস্থিত রিং আইডির অফিসে চাকরি করেন।

বাদী শিমুল কুমার বিশ্বাসের অভিযোগ, চলতি বছরের ৫ মার্চ বিকালে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় তিনি মোবাইলে একটি বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে বলা হয়- প্রতিদিন ১০০টি বিজ্ঞাপন দেখলে ৫০০ টাকা করে দেওয়া হবে। আর একটি আইডি কিনতে সাড়ে ১৮ হাজার টাকা লাগবে। টাকা জমা দিলে ভার্চুয়াল সদস্য পদে একটি রিং আইডি ওয়ালেট পাওয়া যাবে। ওই বিজ্ঞাপন দেখে তিনি ১৬টি আইডি ক্রয় করেন। সেখানে বিজ্ঞাপন দেখে সাড়ে তিন লাখ টাকা জমা হয়েছে তার। কিন্তু প্রতি সপ্তাহে একবার ওই টাকা ওয়ালেট থেকে উত্তোলন করা যাবে বলে উল্লেখ করা হয়। অথচ এ পর্যন্ত তার সাড়ে তিন লাখ টাকা জমা হলেও সেই টাকা উত্তোলন করতে পারছেন না। রিং আইডি অফিসে যোগাযোগ করা হলে তারা বলেছে এখন সমস্যা আছে, পরে টাকা উত্তোলন করা যাবে। এ পর্যন্ত কোনো টাকা উত্তোলন করতে না পেরে থানায় মামলা করেছেন তিনি।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসমীম আলম গণমাধ্যমকে বলেন, রিং আইডি নামে একটি প্রতিষ্ঠানের ৭ কর্মকর্তার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।

শেয়ার করুন