১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৪:০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


লকডাউন বাস্তবায়নে মহাসড়কে কঠোর হাইওয়ে পুলিশ
ভোরের ধ্বনি ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২১
লকডাউন বাস্তবায়নে মহাসড়কে কঠোর হাইওয়ে পুলিশ কডাউনের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশ


লকডাউনের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাধারণ মানুষ আইন ভঙ্গ করলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিন ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ৬টি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান।  আজ রবিবার সকালে সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে সকালে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট স্থাপন করেছে। সেখানে জরুরি কোনো কারণ ছাড়া কোনো যাত্রীকেই রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পণ্যবাহী পরিবহনগুলোকেও জিজ্ঞাসাবাদ করে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক জানান, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, আনসার, র‍্যাব ছাড়াও সেনাবাহিনীর ৩টি টিম, ২ প্লাটুন বিজিবি, মোবাইল কোর্টের ২৩টি টিম মাঠে কাজ করছে।  

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মহাসড়কে পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও মহাসড়কের ৬টি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়ি বের হতে দেওয়া হচ্ছে না। 

শেয়ার করুন