২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৪৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


কানাইঘাট বাইপাস সড়কের জায়গা পরিদর্শনে হাফিজ মজুমদার এমপি।
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২১
কানাইঘাট বাইপাস সড়কের জায়গা পরিদর্শনে হাফিজ মজুমদার এমপি। স্টাফ রিপোর্টার সিলেটঃ সিলেটের কানাইঘাট


পৌরসভার নন্দিরাই হতে বিষ্ণুপুর করচটি পর্যন্ত বাইপাস সড়কের জায়গা পরিদর্শন করেছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মুজুমদার এমপি। শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৫টায় বিষ্ণুপুর করিচটি শহীদ সমাধিস্থল এলাকায় গিয়ে বাইপাস সড়কের জায়গা পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে হাফিজ আহমদ মজুমদার বলনে, পৌর শহরের যানজট নিরসনে নন্দিরাই হতে বিষ্ণুপুর করচটি পর্যন্ত বাইপাস সড়ক দ্রুত কাবিটা প্রকল্প থেকে অর্থ বরাদ্দ করে নির্মাণ কাজ শুরু হবে। এর আগে বিকেল ৪টায় হাফিজ আহমদ মজুমদার কানাইঘাট দারুল-উলূম মাদ্রাসায় প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা মুশাহিদ বায়মপুরী (র.) এর কবর জিয়ারত করেন। এছাড়া কানাইঘাট ফজিলাতুন নেছা মহিলা কলেজে এক আলোচনা সভায় অংশগ্রহণ শেষে দূর্গাপুর স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লুকমান আহমদ চৌধুরী, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, কানাইঘাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম,ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ,আলী হোসেন কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, সদস্য ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. আখতার হোসেন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন