১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৮:০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


সেলিম ভাইয়ের এমন প্রস্তাবে চোখে পানি চলে এসেছিল : পরীমণি
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২১
সেলিম ভাইয়ের এমন প্রস্তাবে চোখে পানি চলে এসেছিল : পরীমণি


আলোচিত চিত্রনায়িকা পরীমণির ক্যারিয়ারে যেসব ছবি দর্শক হৃদয়ে দাগ কেটেছে তার মধ্যে অন্যতম ‘স্বপ্নজাল’। নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এই ছবির মধ্য দিয়ে তাকে অনেকটা সু-শিল্পী হিসেবে ফুটিয়ে তুলেছেন। মূলত এই পরিচালক পরীমণির ভেতর থেকে সূক্ষ্ম অভিনয়টা বের করার চেষ্টা করেছেন, যা পর্দায় প্রতীয়মান হয়েছিল।

এবার গুণী এই নির্মাতার ‘গুনিন’ নামের আরও এক ছবিতে দেখা যাবে পরীমণিকে। আজ শুক্রবার রাতে সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এই লাস্যময়ী নায়িকা। জানা গেছে, প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে বানানো হবে চলচ্চিত্রটি। যেখানে পরীকে রাবেয়া চরিত্রে দেখা যাবে। এটি মুক্তি পাবে দেশীয় একটি ওয়েব প্লাটফর্মে।

কিভাবে এই ছবির সঙ্গে যুক্ত হলেন জানতে চাইলে পরীমণি বলেন, ‘জেল থেকে বের হওয়ার দুই দিন পরে সেলিম ভাইয়ের সঙ্গে দেখা। তিনি বললেন- নতুন একটি ছবি করতে যাচ্ছি। তুমি করবে? তোমার কোনো সমস্যা আছে আমার সঙ্গে কাজ করতে? তখন জেল থেকে মাত্র বেরিয়েছি। সবকিছু মিলে সময়টা ভালো যাচ্ছিল না। সেলিম ভাইয়ের এমন প্রস্তাবে চোখে পানি চলে এসেছিল।’

ছবির গল্প নিয়ে নির্মাতা সেলিম বলেন, ‘সিনেমার গল্পটি সম্পূর্ণ আলাদা। কারণ এটি এ সময়ের গল্প নয়। এতে প্রায় ৫০ বছরের ঘটনাপ্রবাহ দেখানো হবে। রাবেয়া চরিত্রটি তৎকালীন মুসলিম রক্ষণশীল সমাজের এক নারী। এটি একটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে সিনেমা হলেই আগে মুক্তির কথা ভাবছে প্রযোজনা প্রতিষ্ঠান।’

‘গুনিন’ সিনেমায় আরো অভিনয় করবেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম ও শরীফুল রাজ। এরইমধ্যে সবার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে বলেও জানান গিয়াস উদ্দিন সেলিম। উল্লেখ্য, ‘মনপুরা’খ্যাত এই নির্মাতার ‘স্বপ্নজাল’ ছবিতে শুভ্রা চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন পরীমণি।

শেয়ার করুন