২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১০:০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


ইভ্যালির রাসেল ও স্ত্রী গ্রেফতার গুলশান থানায় গ্রাহকের মামলা, র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২১
ইভ্যালির রাসেল ও স্ত্রী গ্রেফতার গুলশান থানায় গ্রাহকের মামলা, র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ


বহুল আলোচিত ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বিকালে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব কার্যালয়ে নেওয়া হয়। তার বাসা থেকে ব্যবসা-সংক্রান্ত বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলাদেশ প্রতিদিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মো. রাসেল ও শামীমা নাসরিনকে গ্রেফতারের বিষয়ে শুক্রবার (আজ) সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দফতরে নেওয়া হয়েছে।’ এর আগে গতকাল সকালে গুলশান থানায় রাসেল ও শামীমাকে এজাহারনামীয় আসামি করে ইভ্যালির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন মো. আরিফ বাকের নামে এক গ্রাহক। গতকাল দুপুর থেকে রাসেল-নাসরিনকে গ্রেফতার অভিযান চলার খবরে ইভ্যালিতে প্রতারণার শিকার বিপুলসংখ্যক গ্রাহক বিক্ষোভ করেন। রাসেলের বাসায় অভিযানের খবর পেয়ে তারা সেখানে জড়ো হন। এদের কেউ কেউ বলেন, ‘রাসেল ও তার স্ত্রী আটক হওয়ায় ক্রয় করা পণ্য বা মূল্য ফেরত পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। আগে ডেসটিনি ও ই-অরেঞ্জসহ আরও যেসব প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে, কেউ গ্রাহকের অর্থ ফেরত দেননি।’ মামলার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান বলেন, বুধবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা মো. আরিফ বাকের একটি এজাহার নিয়ে গুলশান থানায় যান। ঘটনাস্থল ও ইভ্যালির কার্যালয় ধানমন্ডি থানা এলাকায় হওয়ায় তাকে ধানমন্ডি থানায় যেতে বলা হয়। পরে বাদী ঘটনাস্থল নিশ্চিত করার পর বৃহস্পতিবার (গতকাল) সকালে মামলাটি রেকর্ড করা হয়। মামলায় ইভ্যালির এমডি রাসেলকে এক নম্বর ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে দুই নম্বর আসামি করা হয়েছে। এ মামলায় ইভ্যালির আরও বেশ কজন কর্মকর্তাকে ‘অজ্ঞাতনামা’ হিসেবে আসামি করা হয়েছে। এজাহারে আরিফ বাকের উল্লেখ করেন, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অনলাইন প্ল্যাটফরমে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেন তিনি। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। ২৯ মে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বাদী আরিফ বাকের ও তার বন্ধুরা চলতি বছরের মে ও জুন মাসে কিছু পণ্য অর্ডার করেন। পণ্যের সরবরাহ বাবদ সমুদয় মূল্য বিকাশ, নগদ ও সিটি ব্যাংকের কার্ডের মাধ্যমে পরিশোধ করেছেন। ক্রয় করা পণ্যগুলো ৭ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে সরবরাহ ও নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহে ব্যর্থ হলে প্রতিষ্ঠান সমপরিমাণ টাকা ফেরত দিতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে পণ্য সরবরাহ করা হয়নি। বাদী দফায় দফায় ইভ্যালির গ্রাহকসেবা প্রতিনিধিকে ফোন করে বিষয়টি জানতে চান। সর্বশেষ ৫ সেপ্টেম্বর যোগাযোগ করে অর্ডার করা পণ্যগুলো পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন বাদী। একপর্যায়ে ইভ্যালি পণ্য সরবরাহ বা অর্থ ফেরত না দেওয়ায় ৯ সেপ্টেম্বর ইভ্যালির ধানমন্ডির অফিসে যান আরিফ ও তার বন্ধুরা। তারা ধানমন্ডি কার্যালয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের সঙ্গে কথা বলতে চাইলে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি করেন। একপর্যায়ে অফিসের ভিতরে থাকা রাসেল উত্তেজিত হয়ে নিজ কক্ষ থেকে বেরিয়ে এসে বাদীকে ভয়ভীতি দেখান এবং পণ্য অথবা টাকা দিতে অস্বীকৃতি জানান। বাদী ও তার উপস্থিত বন্ধুদের প্রাণনাশের হুমকিসহ চরম দুর্ব্যবহার করেন রাসেল। এতে বাদী ও তার বন্ধুরা আতঙ্কে দিনাতিপাত করছেন। পণ্যগুলো বুঝে না পাওয়ায় বাদী বড় ধরনের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর আগে ২৫ আগস্ট সিরাজগঞ্জের ম্যাজিস্ট্রেট আদালতে ইভ্যালির বিরুদ্ধে আরও একটি মামলা হয়। আদালতের নির্দেশে মামলাটির তদন্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল মোহাম্মদপুর থেকে রাসেলকে গ্রেফতারের সময় তার বাসার সামনে ইভ্যালির সেলসম্যান সবুজ বলেন, ‘আমরা তাকে সময় দিতে চাই। তিনি ছয় মাস সময় চেয়েছিলেন। মাত্র এক মাস গেছে। আমরা আরও পাঁচ মাস সময় দিতে চাই। ইভ্যালির সংকট চললেও তারা গ্রাহকদের পণ্য দিচ্ছিলেন। অনেকের টাকাও ফেরত দেওয়া হয়েছে। এখন সেটি পাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। ইভ্যালির বিষয়ে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করে ই-কমার্সবিষয়ক জাতীয় কমিটি। সভায় ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। ওই সময় ডিজিটাল ই-কমার্স সেলের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান জানান, ইভ্যালি ইস্যুতে বাণিজ্য মন্ত্রণালয় আর সময় দিতে চায় না। এ বিষয়ে কমিটির সুপারিশ অনুযায়ী আইনগত পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।

কে এই রাসেল : ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা রাসেল ইভ্যালির প্রতিষ্ঠাতা। তার বাবার নাম সালে আহম্মেদ ও মায়ের নাম জাহানারা বেগম। সাভারের স্থায়ী ঠিকানা ব্যবহার করা রাসেল ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসি ও এইচএসপি পাস করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন তিনি। ছাত্রজীবন শেষে চাকরি নেন ঢাকা ব্যাংকে। ছয় বছর ঢাকা ব্যাংকে চাকরি করার পর সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) হিসেবে ২০১৭ সালে অবসর নেন। ২০১৬ সালে রাসেল কিডস্ ব্র্যান্ডের প্যাম্পাসসহ বিভিন্ন পণ্য আমদানি শুরু করেন। ২০১৭ সালে শুরু করেন নতুন ই-কমার্স কোম্পানি ইভ্যালি। ২০১৮ সাল থেকে ইভ্যালির মাধ্যমে অগ্রিম টাকা নিয়ে ৩০ থেকে ৪০ শতাংশ মূল্য ছাড়ে মোটরসাইকেল, গাড়ি, ফার্নিচারসহ বিভিন্ন পণ্য বিক্রি করতে শুরু করেন। এ ছাড়া মাঝে মধ্যে ১০০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার দেন। এভাবে ইভ্যালি প্রতারণার জাল বুনে গ্রাহক আকৃষ্ট শুরু করে। পাশাপাশি শুরু করেন ই-ফুড নামে তৈরি করা খাবার সরবরাহের ব্যবসা। ২০২০ সালে গণমাধ্যমে তাদের প্রতারণার বিষয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ হয়। এর মধ্যে ইভ্যালি দেশি-বিদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পায়।

দেনা ৫৪৩ কোটি টাকা : ইভ্যালির কাছে পণ্য সরবরাহকারী বা মার্চেন্ট প্রতিষ্ঠান এবং গ্রাহকের মিলিয়ে মোট পাওনার পরিমাণ ৫৪৩ কোটি টাকা। এর মধ্যে মার্চেন্টদের পাওনা ২০৫ কোটি ৮৬ লাখ টাকা। ২ সেপ্টেম্বর বাণিজ মন্ত্রণালয়ে প্রতিষ্ঠানটির এমডি মোহাম্মদ রাসেল এ তথ্য জানিয়ে চিঠি দেন। বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে রাসেল উল্লেখ করেন, ইভ্যালি উৎপাদনকারী ও আমদানিকারকদের সঙ্গে সরাসরি ব্যবসা করে। সরবরাহকারীরা গড়ে ১৫ থেকে ২০ শতাংশ হারে মুনাফা পায়। তাই যে অর্থ বর্তমান দেনা হিসেবে আছে, তার পরিমাণ অতি স্বাভাবিক ও গ্রহণযোগ্য। এর আগে প্রতিষ্ঠানটি তার সম্পদ বিবরণীতে মোট দায় ও মূলধন দেখিয়েছিল ৫৪৩ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে মূলধন মাত্র ১ কোটি টাকা; বাকি ৫৪২ কোটি ৯৯ লাখ টাকাই দায়। গ্রাহকের কাছে প্রতিষ্ঠানটির দায় দেখানো হয় ৩১০ কোটি ৯৯ লাখ টাকা। প্রতিষ্ঠানটির সর্বমোট স্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১০৫ কোটি টাকা। এর মধ্যে সম্পদ, কারখানা ও উপকরণের মূল্য ধরা হয়েছে ১৪ কোটি ৮৭ লাখ টাকা। আর কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ দেখানো হয়েছে আরও প্রায় ৯০ কোটি টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানটি তাদের মোট ৪৩৮ কোটি টাকার অদৃশ্য সম্পদ দেখিয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু দেখানো হয়েছে ৪২২ কোটি টাকা। ইভ্যালি কর্তৃপক্ষ ‘সাইক্লোন’ অফার দেয়। সেখানে মোটরসাইকেল অর্ডার করে এখন পর্যন্ত পণ্য বুঝে পাননি গ্রাহকরা।

অনুসন্ধান করছে দুদক : ইভ্যালির নানা অনিয়ম তুলে ধরে ৪ জুলাই চার প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। চিঠি পাওয়ার পর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীকে প্রধান ও সহকারী উপ-পরিচালক মুহাম্মদ শিহাব সালামকে সদস্য করে অনুসন্ধান দল গঠন করা হয়। চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ‘ইভ্যালি ডটকম চলতি সম্পদ দিয়ে মাত্র ১৬ দশমিক ১৪ শতাংশ গ্রাহককে পণ্য সরবরাহ করতে পারবে বা অর্থ ফেরত দিতে পারবে। বাকি গ্রাহক ও মার্চেন্টের পাওনা পরিশোধ করা ইভ্যালির পক্ষে সম্ভব নয়। এ ছাড়া গ্রাহক ও মার্চেন্টদের কাছ থেকে নেওয়া ৩৩৮ দশমিক ৬২ কোটি টাকার কোনো হদিস মিলছে না, যা আত্মসাৎ কিংবা অবৈধভাবে অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে।’ দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে আদালতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মো. রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক। অনুসন্ধান কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ১৫ জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এক আদেশে শামীমা নাসরিন ও রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

শেয়ার করুন