২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৯:১৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


স্ত্রীর মাত্রাতিরিক্ত চাহিদা ও অত্যাচার’, কুকুরের বেল্ট পেঁচিয়ে খুন করলেন স্বামী
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২১
স্ত্রীর মাত্রাতিরিক্ত চাহিদা ও অত্যাচার’, কুকুরের বেল্ট পেঁচিয়ে খুন করলেন স্বামী


গলায় কুকুরের বেল্ট পেঁচিয়ে স্ত্রী ঈপ্সা প্রিয়দর্শিনীকে (২৫) শ্বাসরোধ করে হত্যা করেছেন স্বামী বিপ্লব পরিয়াদ নামে এক ব্যাংক কর্মকর্তা। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বিপ্লব পরিয়াদ।

রবিবার রাতে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকায় এ ঘটনা ঘটে। বিপ্লব পরিয়াদ সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার দুর্গাপুর শাখার সহকারী ম্যানেজার।

স্ত্রীর মাত্রাতিরিক্ত চাহিদা এবং অত্যাচার সহ্য করতে না পেরেই তাকে খুন করেছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন ওই ব্যাংক কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিপ্লব রবিবার রাতে কাঁকসা থানায় আসেন। থানার ওসিকে তিনি জানান, স্ত্রীকে খুন করেছেন। পুলিশ তখন তার বাড়ি যায়। সেখানে গিয়ে দেখে বিপ্লবের স্ত্রীর মরদেহ পড়ে রয়েছে মেঝেতে।

২০১৯ সালে তার সঙ্গে বিয়ে হয় ঈপ্সার। তারা উড়িষ্যার কটকের বাসিন্দা। কর্মসূত্রে তারা কাঁকসায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন। বিয়ের পর থেকে তাদের দু’জনের মধ্যে অশান্তি লেগেই থাকত। রবিবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সে সময়ই ঈপ্সার গলায় কুকুরের বেল্ট পেঁচিয়ে তাকে হত্যা করেন বিপ্লব।

এ ঘটনা হত্যা মামলা হয়েছে। কাঁকসা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

সূত্র: আনন্দবাজার।

শেয়ার করুন