২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৭:৫০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


ভোগান্তি ছাড়াই বাড্ডাতে,করোনার দ্বিতীয় ডোজের কর্মসূচি।
রিপোর্টারঃ মাহমুদুল হাসান জসিম
  • আপডেট করা হয়েছে : ০৭-০৯-২০২১
ভোগান্তি ছাড়াই বাড্ডাতে,করোনার দ্বিতীয় ডোজের কর্মসূচি।


রাজধানীর বাড্ডাতে ভোগান্তি ছাড়াই মিলছে করোনা ভাইরাসের গণটিকার দ্বিতীয় ডোজ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে উওর বাড্ডা শহীদতোজা প্রাথমিক বিদ্যালয়ে টিকা দান কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা যায়। করোনা টিকার বিশেষ ক্যাম্পেইনের (গণটিকা) আওতায় আগস্টে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দেশব্যাপী একযোগে শুরু হয় এ কার্যক্রম। টিকা গ্রহণকারীরা প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন দ্বিতীয় ডোজও সেই একই কেন্দ্রে নিতে হচ্ছে। টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টা শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়, রাজধানী বাড্ডায় ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাজী শেখ সেলিমের এলাকায় আজ থেকে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজ। গত আগষ্ট মাসের ০৪ তারিখ হইতে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পূর্ন করা হয়েছে। যেখানে প্রতিদিন ৩৫০ জন মানুষকে ছয় দিন টিকাদান কর্মসূচিতে মোট দুই হাজার ও বেশি মানুষকে টিকা প্রধান করেছিলেন এখানকার স্থানীয় কাউন্সিলর। আলহাজ্ব হাজী মোহাম্মদ শেখ সেলিম দৈনিক ভোরের ধ্বনির সাংবাদিককে জানান,চলতি বছরের ০৪ আগষ্ট হইতে আমরা প্রথম টিকাদান কর্মসূচি পালন করেছি। আজ ও আমরা দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু করেছি। আমরা আশ্বস্ত করতে চাই , যারা প্রথম টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন, তারা মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দ্বিতীয় ডোজ গ্রহণ করছেন। তিনি আরো জানান''এ ধরনের টিকার ক্ষেত্রে দুইটি ডোজ নেয়া গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যদি কয়েকদিন বা কয়েক সপ্তাহ দেরিও হয়, তারপরেও দ্বিতীয় ডোজ নেয়া দরকার। কারণ প্রথম ডোজে আসলে নতুন অ্যান্টিজেন শরীরের ভেতর প্রবেশ করে, দ্বিতীয় ডোজের মাধ্যমে সেটার ক্ষমতা বাড়িয়ে দেয়া হয়।'' গ্রহীতাদের টিকার দ্বিতীয় ডোজ নেওয়া ৩৮ নং ওয়ার্ডের বাবুল আলী নামের একজন বলেন, টিকা কার্ড দেখিয়ে সহজেই টিকা নিতে পেরেছি। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এছাড়া আর কোনো ঝামেলা হয়নি। টিকা নিতে আসা সাহাদত হোসেন বলেন, টিকা নিতে লাইনে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো সমস্যা হয়নি। সকাল ৯ টায় টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, টিকা নিতে পেরেছি সাড়ে ৯ টায়। এ সময় স্বেচ্ছাসেবকরা মাইকে টিকা নিতে আসা মানুষদের স্বাস্থ্যবিধি মেনে অপেক্ষা করার অনুরোধ জানান। এদিকে ১৮ বছরের নিচের শিক্ষার্থীদের টিকা দেওয়া না দেওয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে করোনা গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ দেওয়ার লক্ষ্যে একটি ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন- দেশের সব সিটি করপোরেশনের মেয়র, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সব বিভাগীয় কমিশনার, সব পুলিশ কমিশনার, সব রেঞ্জ ডিআইজি, সব জেলা প্রশাসক, সব সিভিল সার্জনসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। সভার সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার থেকে দেশব্যাপী করোনার দ্বিতীয় ডোজ গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

শেয়ার করুন