২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৩:১৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


গণটিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় সোয়া ৯ লাখের বেশি মানুষ
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৯-২০২১
গণটিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় সোয়া ৯ লাখের বেশি মানুষ


রংপুর বিভাগে করোনার দ্বিতীয় ডোজের সিনোফার্মার গণটিকা দেয়া শুরু হয়েছে। রংপুরের বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে টিকা নিতে নারী-পুরুষের ভিড়। তবে অনেক স্থানে স্বাস্থ্য বিধি মানার বালাই ছিল না।

বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, বিভাগের ৮ জেলায় মঙ্গলবার পর্যন্ত সিনেফার্মার প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ ১৪ লাখ ৯২ হাজার ৮১১ জন। এর মধ্যে প্রথম ডোজ গ্রহণ করেছেন ১২ লাখ ১৪ হাজার ১৯০ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৬২১ জন। এখনো ৯ লাখ ৩৫ হাজার ৫৬৯ দ্বিতীয় ডোজের টিকা নিতে বাকি রয়েছেন। তারা অধির আগ্রহে অপেক্ষা করছেন দ্বিতীয় ডোজের জন্য।  
এদিকে সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা গ্রহণ করেছেন ১ লাখ ৬৬ হাজার ৭৯৩ জন। এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৩০ হাজার ৯১০ জন এবং দ্বিতীয় ডোজের ৩৫ হাজার ৮৮০ জন টিকা নিয়েছেন। এখনো ৯৫ হাজার ৩০ জনের দ্বিতীয় ডোজের টিকা নিতে বাকি রয়েছে। 

রংপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা আব্দুল মতিন জানান, তিনি দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে। এতদিন টিকার জন্য উদগ্রীব ছিলেন। হারাগাছের রমজান আলী বলেন, গণটিকার দ্বিতীয় ডোজ শুরু হওয়ার কথা শুনে সকালেই স্ত্রীসহ কেন্দ্রে গিয়ে টিকা নিয়েছেন।  টিকা দিতে পেরে ভাল লাগছে। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, দ্বিতীয় ডোজের গণটিকা শুরু হয়েছে। আপাতত টিকার কোনো ঘাটতি নেই। তিনি করোনা প্রতিরোধে জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।’’

শেয়ার করুন