২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৬:৫২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


হিমাগার শিল্প বাঁচাতে সরকারি ভাবে আলু কিনতে হবে
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২১
হিমাগার শিল্প বাঁচাতে সরকারি ভাবে আলু কিনতে হবে


সরকারি ভাবে আলু কিনে টিসিবি'র মাধ্যমে বিক্রি, ভিজিএফ ও ত্রাণ কাজে বিতরণ করে হিমাগার মালিক ও আলু চাষীদের বাঁচাতে আবেদন জানিয়েছে বৃহত্তর বগুড়া জেলা কোল্ড স্টোরেজ ওনার্স এসোসিয়েশন। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সরকারি ভাবে আলু কেনার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের মাধ্যমে স্মারক লিপি দিয়েছেন এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. হোসনে আরা বেগম ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর সহ নেতৃবৃন্দ।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে, বৃহত্তর বগুড়া অর্থাৎ বগুড়া ও জয়পুরহাটের ৫৫টি কোল্ড স্টোরেজ (হিমাগার) রয়েছে। সেসব হিমাগারের মালিকরা দেশের বিভিন্ন প্রতিকূলতার মধ্যে কৃষিজপণ্য আলু সংরক্ষণ করে দেশের খাদ্য সংকট সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। এই কৃষিজ পণ্য আলু সংরক্ষণের জন্য ব্যাংক কোটি কোটি টাকা ঋণ গ্রহণ করে হিমাগার নির্মাণ করে পরিচালনা করে আসছে। একই ভাবে কৃষকরাও এনজিও হতে ক্ষুদ্র ঋণ করে আলু চাষ করে। অপরদিকে ব্যবসায়িরা ও কৃষকরা আলু হিমাগারে রেখে ব্যবসা পরিচালনা করে। কিন্তু বর্তমান আলুর বাজার দর নিম্নমুখী হওয়ায় হিমাগার মালিক, আলু চাষী, আলু ব্যবসায়িরা চরম হতাশায় রয়েছে।

তাই হিমাগার শিল্প বাচাতে ব্যবসায়ি ও কৃষিপণ্য আলু চাষে কৃষকদের বাঁচাতে সরকারি ভাবে কোল্ড ষ্টোরেজ গুলো থেকে আলু কিনে  সরকারি ত্রাণ  ও ভিজিএফ'র মাধ্যমে সমাজের দুস্থ মানুষের মাঝে বিতরণ এবং টিসিবির মাধ্যমে প্রতি জেলায় আলু বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়। যাতে হিমাগার শিল্প ও কৃষিপণ্য আলু চাষী ও ব্যবসায়িরা আশার আলো খুজে পান।

জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদানকালে বৃহত্তর বগুড়া জেলা কোল্ড স্টোরেজ ওনার্স এসোসিয়েশনের সহ সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, তোফাজ্জল হোসেন, শহিদুল ইসলাম শহিদ, মিজানুর রহমান,  সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,  দপ্তর সম্পাদক সাজ্জাদ হাসান বাদল,  কোষাধ্যক্ষ প্রদীপ কুমার প্রসাদ, ওনার্স এসোসিয়েশনে ওয়াহেদুল ইসলাম, নিলুফার মাহফুজ হোসেন, শাহাদত হোসেন,  শরিফ  আহম্মেদ, মেহেদী হাসান, শফিকুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন