১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:৩৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


‘আমাদের বাঁচান’, খোলা চিঠিতে আফগান সংবাদকর্মীদের আহ্বান
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২১
‘আমাদের বাঁচান’, খোলা চিঠিতে আফগান সংবাদকর্মীদের আহ্বান


আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠা কার্যত সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেটের শাখা সংগঠন আইএস-খোরাসান আত্মঘাতী হামলা চালিয়েছে। এ হামলার প্রতিশোধ নিতে ড্রোন হামলা ও রকেট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

আফগানিস্তানজুড়ে ভয়ের পরিবেশের মধ্যে বিশ্বের কাছে সাহায্য চাইলেন আফগান সংবাদকর্মীরা। শনিবার এক খোলা চিঠিতে এ আহ্বান জানান সংবাদকর্মীরা।

সোমবার দেশটির গণমাধ্যম টোলো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের বলা হয়েছে, খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন ১৫০ জন আফগান সংবাদকর্মী। তারা লিখেছেন, ‘সংবাদমাধ্যমের উপর বাড়তে থাকা আঘাতের কারণে আমরা আতঙ্কিত। আমাদের পরিবার এবং সম্পত্তি নষ্ট করা হচ্ছে। জাতিসংঘ এবং বিশ্বের কাছে আহ্বান আমাদের বাঁচান। আমাদের পরিবারকে রক্ষ করুন।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘গত দুই দশক ধরে যারা আফগানিস্তানের গণতন্ত্র রক্ষার্থে কাজ করল তাদের আপনারা সাহায্য করুন।’ 

আফগান সাংবাদিক আহমেদ নাভিদ বলেন, ‘এই পরিস্থিতিতে গোটা বিশ্বের উচিত হাত গুটিয়ে না থেকে আমাদের সাহায্য করা।’

সংবাদিক রফিউল্লা নিকজাদ বলেন, ‘বর্তমানে এক অস্থির পরিবেশের মধ্যে আমাদের জীবন কাটছে। ভবিষ্যতে আমাদের জন্য কী অপেক্ষা করছে, তা নিজেরাও জানি না। আপনারা আমাদের কথা শুনুন।’

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এরপর দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠে বিদেশি গোষ্ঠীকে সহায়তাকারী ছাড়াও কিছু আফগান নাগরিক। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সব কিছু ফেলে দিয়ে নিজ দেশ ছাড়ছেন তারা।

শেয়ার করুন