১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৩:৪৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


ক্লিনিকে ৫০০ টাকায় টিকা : গ্রেফতার মালিক রিমান্ডে
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২১
ক্লিনিকে ৫০০ টাকায় টিকা : গ্রেফতার মালিক রিমান্ডে বিজয়কৃষ্ণ তালুকদার।


অবৈধভাবে করোনার মডার্নার টিকা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ ক্লিনিকের মালিক বিজয়কৃষ্ণ তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। 

বৃহস্পতিবার পুলিশ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেছিল। দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ। সেদিন বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আজ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। আজ রিমান্ড শুনানি নিয়ে তার রিমান্ড মঞ্জুর করা হলো।এর আগে গত বুধবার রাতে ওই ক্লিনিক থেকে মডার্নার দুটি অ্যাম্পুল পাওয়া যায় এবং মডার্না টিকার ২২টি খালি বক্সসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণখান থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।

সেদিন পুলিশ বলেছিল, ‌‘গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ওই ক্লিনিকে অবৈধভাবে  প্রতি ডোজ ৫০০ টাকার বিনিময়ে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা দেওয়া হচ্ছে। এমন খবর পেয়েই পুলিশ সদস্যরা ছদ্মবেশ ধারণ করে, ওই ক্লিনিকে যান এবং টিকা কেনার কথা জানান। অভিযুক্ত ব্যক্তি প্রথমে টাকার বিনিময়ে টিকা দিতে রাজি হলেও পরে মত বদলান। এরপর পুলিশের সন্দেহ হলে, রাতে ওই ক্লিনিক ও তার বাসায় অভিযান চালানো হয় এবং টিকার বাক্স ও অ্যাম্পুল উদ্ধার করা হয়।’

শেয়ার করুন