২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৩:৫৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


ছয় জেলার বন্যার অবনতি, লক্ষাধিক পরিবার পানিবন্দি
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২২-০৮-২০২১
ছয় জেলার বন্যার অবনতি, লক্ষাধিক পরিবার পানিবন্দি ফাইল ছবি


ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় মৌসুমের শেষ দিকে দেশে বন্যার অবনতি হয়েছে। ছয় জেলার নিম্নাঞ্চল পানির তলে। ফরিদপুর, কুড়িগ্রাম, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলার নিম্নাঞ্চলে বসবাস করা লক্ষাধিক পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বসতবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই উঁচু রাস্তা এবং স্কুলে আশ্রয় নিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গতকাল চারটি নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরো প্রায় পাঁচটি নদীর পানি বিপত্সীমা ছুঁইছুঁই করছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, সুরমা-কুশিয়ারা ব্যতীত দেশের প্রধান নদনদীর পানির উচ্চতা বাড়ছে।

ফরিদপুরে পদ্মার পানি বেড়ে জেলার চারটি উপজেলার শতাধিক গ্রামের বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। রাস্তা তলিয়ে যাওয়ায় ফরিদপুরের সঙ্গে বিভিন্ন ইউনিয়নের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল পদ্মার পানি রাজবাড়ীর গোয়ালন্দে বিপত্সীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আর গড়াই নদীর পানি ফরিদপুরের কামারখালীতে প্রবাহিত হচ্ছিল বিপত্সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে। এছাড়া যমুনা নদী মানিকগঞ্জের আরিচা পয়েন্টে ও আত্রাই নদী সিরাজগঞ্জের বাঘাবাড়ী পয়েন্টে বিপত্সীমা অতিক্রম করেছে। একই সঙ্গে বাড়ছে মধুমতী নদী এবং আড়িয়াল খাঁ ও কুমার নদের পানিও।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। পানিবন্দি এলাকাগুলোতে সচেতনতায় মাইকিং করা হচ্ছে। তাদের শুকনো খাবার ও আশ্রয়ের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। জেলার সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চর মাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নতুন করে সদরপুর ও চর ভদ্রাসন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে বানের পানি প্রবেশ করে ৩৫ থেকে ৪০ গ্রাম প্লাবিত হয়েছে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ বলেন, পদ্মার পানি এখন বিপত্সীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পদ্মা ও তার প্রধান শাখা গড়াই নদীতে পানি বাড়ছে। এতে জেলার বন্যা ও ভাঙন পরিস্থিতির অবনতি হয়েছে। দৌলতপুর উপজেলার পদ্মা-তীরবর্তী চরাঞ্চলের দুই ইউনিয়নের ৩৭টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শিশু, বৃদ্ধ মানুষ ও গবাদিপশু নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে তারা। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে দশমিক ৩ মিটার। সংসদ সদস্য অ্যাডভোকেট আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, বন্যাকবলিত এলাকায় ইতোমধ্যে ১ হাজার পরিবারের মধ্যে ১০ মেট্রিকটন চাল, ৩ লাখ টাকার খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। মানুষের আশ্রয়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে বিপত্সীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল ইতিমধ্যেই বন্যাকবলিত হয়ে পড়েছে। বিস্তীর্ণ এলাকার ফসলি জমি তলিয়ে গেছে।

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বিপত্সীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পদ্মার পানি এখন বিপৎসীমা ছুঁইছুঁই। পানি বাড়ায় পদ্মার চরে জেগে ওঠা সাঁড়া ইউনিয়নের সাহেবনগর ও মোল্লার চরের বসতি সরিয়ে ফেলা হয়েছে। স্রোতের তীব্রতায় চরের অধিকাংশ ফসলি জমি ডুবে গেছে।

গঙ্গাচড়া (রংপুর): প্রবল বর্ষণ ও ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়ায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫ হাজার পরিবারের মানুষ। সেই সঙ্গে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ১৫ পরিবার বাড়িঘর ভেঙে অন্যত্র নিয়ে গেছে।ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় মৌসুমের শেষ দিকে দেশে বন্যার অবনতি হয়েছে। ছয় জেলার নিম্নাঞ্চল পানির তলে। ফরিদপুর, কুড়িগ্রাম, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলার নিম্নাঞ্চলে বসবাস করা লক্ষাধিক পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বসতবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই উঁচু রাস্তা এবং স্কুলে আশ্রয় নিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গতকাল চারটি নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরো প্রায় পাঁচটি নদীর পানি বিপত্সীমা ছুঁইছুঁই করছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, সুরমা-কুশিয়ারা ব্যতীত দেশের প্রধান নদনদীর পানির উচ্চতা বাড়ছে।ফরিদপুরে পদ্মার পানি বেড়ে জেলার চারটি উপজেলার শতাধিক গ্রামের বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। রাস্তা তলিয়ে যাওয়ায় ফরিদপুরের সঙ্গে বিভিন্ন ইউনিয়নের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল পদ্মার পানি রাজবাড়ীর গোয়ালন্দে বিপত্সীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আর গড়াই নদীর পানি ফরিদপুরের কামারখালীতে প্রবাহিত হচ্ছিল বিপত্সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে। এছাড়া যমুনা নদী মানিকগঞ্জের আরিচা পয়েন্টে ও আত্রাই নদী সিরাজগঞ্জের বাঘাবাড়ী পয়েন্টে বিপত্সীমা অতিক্রম করেছে। একই সঙ্গে বাড়ছে মধুমতী নদী এবং আড়িয়াল খাঁ ও কুমার নদের পানিও।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। পানিবন্দি এলাকাগুলোতে সচেতনতায় মাইকিং করা হচ্ছে। তাদের শুকনো খাবার ও আশ্রয়ের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। জেলার সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চর মাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নতুন করে সদরপুর ও চর ভদ্রাসন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে বানের পানি প্রবেশ করে ৩৫ থেকে ৪০ গ্রাম প্লাবিত হয়েছে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ বলেন, পদ্মার পানি এখন বিপত্সীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পদ্মা ও তার প্রধান শাখা গড়াই নদীতে পানি বাড়ছে। এতে জেলার বন্যা ও ভাঙন পরিস্থিতির অবনতি হয়েছে। দৌলতপুর উপজেলার পদ্মা-তীরবর্তী চরাঞ্চলের দুই ইউনিয়নের ৩৭টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শিশু, বৃদ্ধ মানুষ ও গবাদিপশু নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে তারা। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে দশমিক ৩ মিটার। সংসদ সদস্য অ্যাডভোকেট আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, বন্যাকবলিত এলাকায় ইতোমধ্যে ১ হাজার পরিবারের মধ্যে ১০ মেট্রিকটন চাল, ৩ লাখ টাকার খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। মানুষের আশ্রয়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে বিপত্সীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল ইতিমধ্যেই বন্যাকবলিত হয়ে পড়েছে। বিস্তীর্ণ এলাকার ফসলি জমি তলিয়ে গেছে।কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পদ্মা ও তার প্রধান শাখা গড়াই নদীতে পানি বাড়ছে। এতে জেলার বন্যা ও ভাঙন পরিস্থিতির অবনতি হয়েছে। দৌলতপুর উপজেলার পদ্মা-তীরবর্তী চরাঞ্চলের দুই ইউনিয়নের ৩৭টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শিশু, বৃদ্ধ মানুষ ও গবাদিপশু নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে তারা। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে দশমিক ৩ মিটার। সংসদ সদস্য অ্যাডভোকেট আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, বন্যাকবলিত এলাকায় ইতোমধ্যে ১ হাজার পরিবারের মধ্যে ১০ মেট্রিকটন চাল, ৩ লাখ টাকার খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। মানুষের আশ্রয়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে বিপত্সীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল ইতিমধ্যেই বন্যাকবলিত হয়ে পড়েছে। বিস্তীর্ণ এলাকার ফসলি জমি তলিয়ে গেছে।ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বিপত্সীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পদ্মার পানি এখন বিপৎসীমা ছুঁইছুঁই। পানি বাড়ায় পদ্মার চরে জেগে ওঠা সাঁড়া ইউনিয়নের সাহেবনগর ও মোল্লার চরের বসতি সরিয়ে ফেলা হয়েছে। স্রোতের তীব্রতায় চরের অধিকাংশ ফসলি জমি ডুবে গেছে।

গঙ্গাচড়া (রংপুর): প্রবল বর্ষণ ও ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়ায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫ হাজার পরিবারের মানুষ। সেই সঙ্গে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ১৫ পরিবার বাড়িঘর ভেঙে অন্যত্র নিয়ে গেছে।উলিপুর (কুড়িগ্রাম): গত এক সপ্তাহের ব্যবধানে তিস্তার ভাঙনে শতাধিক পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে পড়েছে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান, দুইটি কমিউনিটি ক্লিনিক, বাঁধের রাস্তাসহ সাতটি গ্রামের কয়েক শ একর আবাদি জমি। উপজেলার দলদলিয়া ইউনিয়নে অর্জুন ও থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার, হোকডাঙ্গা ও দালালপাড়া গ্রামের ৫০০ পরিবার বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে গোড়াই পিয়ার, হোকডাঙ্গা, হিন্দুপাড়া ও দালালপাড়া গ্রামের অধিকাংশ আবাদি জমি, গাছপালা, সড়ক কালভার্ট। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, আপত্কালীন ভাঙন রোধে কিছু এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রক্ষার চেষ্টা করা হচ্ছে। বরাদ্দ পেলে বাকি এলাকার ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন