২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৯:৫৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


বরিশালে অতিরিক্ত ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-০৮-২০২১
বরিশালে অতিরিক্ত ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ১১টায় বরিশাল নগরীর সদর রোড অবরোধ করে।


বরিশালে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ফরম পূরণে সেমিস্টার ফিসহ অন্যান্য ফি কমানোর দাবিতে দুটি কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোড অবরোধ করে। শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ সদর রোড অবরোধ করায় পুরো নগরীতে সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। 

সেমিস্টার ফিসহ অন্যান্য ফি কমানোর দাবিতে নগরীর সরকারি মহিলা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করে। পরে মিছিল সহকারে সদর রোডে গিয়ে অবরোধ সৃষ্টি করে তারা। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করলেও এর পেছনে নেতৃত্ব দেয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। 

সড়ক অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে দীর্ঘ প্রায় ১৭ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বন্ধকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাসও হয়নি। অথচ হঠাৎ করে দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ঘোষনা দেয়া হয়েছে। কলেজ বন্ধ থাকলেও সেশন চার্জ, শিক্ষা সফর ফি, সেমিনার ফিসহ নানা ধরনের অযাচিত ফি আরোপ করে অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছে। করোনাকালে এত ফি পরিশোধ করা তাদের পক্ষে অসম্ভব। তারা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি ছাড়া অন্যান্য সকল ফি মওকুফের দাবী জানান। 

অবরোধ চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন দিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তী। 

এদিকে, কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, প্রতিটি কলেজে হাজারো শিক্ষার্থী রয়েছে। অথচ মুষ্টিমেয় কিছু শিক্ষার্থী গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

এদিকে, দুপুর দেড়টার দিকে কলেজ শিক্ষকরা দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এসময় যান চলাচল আবারও স্বাভাবিক হয়। 

শেয়ার করুন