২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৩৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


মার্কিন কংগ্রেসে বাংলাদেশিদের মুখপাত্র হতে চান ড. মুজিব
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২১
মার্কিন কংগ্রেসে বাংলাদেশিদের মুখপাত্র হতে চান ড. মুজিব ড. মুজিবুল হক


 মার্কিন কংগ্রেসে বাংলাদেশিদের মুখপাত্র হতে চান বীর মুক্তিযোদ্ধা ড. মুজিবুল হক। নিউইয়র্কের লং আইল্যান্ড এলাকার কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-০২ থেকে ‘বিল্ড ব্যাক ব্যাটার লং আইল্যান্ড’ স্লোগানে সামনের বছরের নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে  আয়োজিত মতবিনিময় সমাবেশে তিনি এ ইচ্ছের কথা প্রকাশ করেন। শুক্রবার রাতে জ্যাকসন হাইটসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সমাবেশে বক্তব্যকালে নিউইয়র্ক সিটি কাউন্সিলে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড়ে অবতীর্ণ হয়ে সক্ষম না হতে পারা মোহাম্মদ এন মজুমদার বলেন, ‘বহুজাতিক এবং একেবারেই নতুন এ সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে কাউকে না কাউকে সাহস নিয়ে শুরু করতে হবে। সেই কাজটি ইদানিং আমরা শুরু করেছি। এখন মাঠে নেমেছেন ড. মজিবুল হক। এই অভিযাত্রায় সকলকে একিভূত হতে হবে। তাহলেই জয় ছিনিয়ে নেয়া সম্ভব হবে’।

এন মজুমদার উল্লেখ করেন, নিউইয়র্ক সিটি কিংবা স্টেটের নির্বাচনে এক ডলারের চাঁদা পেলে নির্বাচন কমিশনের কাছ থেকে ৮ ডলারের অনুদান মেলে ‘ম্যাচিং ফান্ড’র আওতায়। তবে কংগ্রেস অথবা সিনেটের নির্বাচনে তেমন সুযোগ নেই। এজন্যে ড. হককে নির্বাচনী তহবিল গড়তে হবে। তহবিল যত মজবুত হয় প্রচারণার সুযোগ বাড়ে এবং ভোট প্রার্থনার ক্ষেত্র প্রসারিত হয়।

কমিউনিটিতে মূলধারার রাজনীতির পথিকৃত এবং শ্রমিক নেতা মাফ মিসবাহ উদ্দিন সভাপতিত্ব করেন এই মতবিনিময় সমাবেশে। আমেরিকায় বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ান শ্রমিক-কর্মচারিগণকে এক ছাতার নিচে জড়ো করার অভিপ্রায়ে বেশ কয়েক বছর আগে মাফ মিসবাহ’র হাত ধরে গড়ে উঠেছে ‘আসাল’ (এলায়েন্স ফর সাউথ এশিয়ান আমেরিকান লেবার)। এই আসালেরও আজীবন সদস্য হচ্ছেন ড. মুজিবুল হক।

এ প্রসঙ্গে মাফ মিসবাহ বলেন, ড. হকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে নিজ ঘর থেকে। তাহলেই ভিনদেশি প্রতিবেশীরাও তার পক্ষে মাঠে নামতে উৎসাহিত হবেন। একেবারেই শ্বেতাঙ্গ অধ্যুষিত এলাকা, সিংহভাগ ভোটার রিপাবলিকান। তেমন একটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে লড়াইয়ে সর্বক্ষেত্রে সরব থাকতে হবে। ভোটারের মন জয় করতে পারলে নির্বাচনের ফলাফল নিজের পক্ষে আনা কঠিন হয় না।
উল্লেখ্য, কংগ্রেসে অনেক ক্ষমতাবান পিটার কিং ছিলেন এই আসনের দীর্ঘ সময়ের কংগ্রেসম্যান। গত মেয়াদে তিনি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হননি। অর্থাৎ অবসরে গেছেন। তার ছেড়ে দেয়া আসনে আরেকজন রিপাবলিকান জয়ী হয়েছে। সেই নতুন কংগ্রেসম্যান এ্যান্ড্রু গারবারিনোকে হটানোর সংকল্প নিয়ে মাঠে নামলেন ড. হক। নির্বাচনের গতিবিধি আলোকে প্রদত্ত বক্তব্যে ড. হক বলেন, এলাকাবাসীর নিরব একটি সমর্থনে আমি উদ্বুদ্ধ হয়েছি মাঠে নামতে। তবে এজন্যে দরকার কমিউনিটির সর্বাত্মক সহায়তা। সরব হতে হবে সকলকে। কারণ, আমি কমিউনিটির পিছিয়ে থাকা জনগোষ্ঠীর স্বার্থে ও কল্যাণে কাজ করতে চাই। মানুষের অধিকার আদায়ের মুখপাত্র হিসেবে অবতীর্ণ হতে চাই কংগ্রেসে। তাই সকলে যদি ঐক্যবদ্ধ হন, গণজোয়ার সৃষ্টিতে সক্ষম হন, তাহলে বিজয় কেউই ঠেকিয়ে রাখতে পারবে না।

ড. হকের পক্ষে কাজের অঙ্গিকার এবং সকলকে মাঠে নামার উদাত্ত আহবানে আরো বক্তব্য রাখেন ডা. মজিবর রহমান মজুমদার, সুলতানা খানম, সালেহ আহমেদ মানিক, ডা. আহমেদ, সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন, সাংবাদিক মাঈনুদ্দিন আহমেদ প্রমুখ।

ঢাকা মেডিকেল কলেজ থেকে বিশেষ কৃতিত্বের সাথে এমবিবিএস করার পর ১৯৮১ সালে যুক্তরাজ্যের রয়েল কলেজ অব সার্জন্স অব আয়ারল্যান্ড থেকে এফআরসিএস করেছেন ড. হক। চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নেয়ার পর দেশে ফিরে নিজ এলাকার চিকিৎসা-সেবায় মনোনিবেশ করেছিলেন। ১৯৯৭ সালে ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন করে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের সেবা প্রদানে মনোনিবেশ করেছিলেন। ২০০৫ সাল পর্যন্ত সেই কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালনকালেই যুক্তরাষ্ট্রে সপরিবারে এসেও প্রিয় মাতৃভূমির কথা ভুলেননি। ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘ম্যানহাটান স্কুল অব কম্প্যুটার টেকনোলজি’র মেডিক্যাল ডিপার্টমেন্টে সিনিয়র ফ্যাকাল্টির দায়িত্ব পালন করেছেন।   মার্কিন কংগ্রেসে বাংলাদেশিদের মুখপাত্র হতে চান বীর মুক্তিযোদ্ধা ড. মুজিবুল হক। নিউইয়র্কের লং আইল্যান্ড এলাকার কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-০২ থেকে ‘বিল্ড ব্যাক ব্যাটার লং আইল্যান্ড’ স্লোগানে সামনের বছরের নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে  আয়োজিত মতবিনিময় সমাবেশে তিনি এ ইচ্ছের কথা প্রকাশ করেন। শুক্রবার রাতে জ্যাকসন হাইটসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সমাবেশে বক্তব্যকালে নিউইয়র্ক সিটি কাউন্সিলে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড়ে অবতীর্ণ হয়ে সক্ষম না হতে পারা মোহাম্মদ এন মজুমদার বলেন, ‘বহুজাতিক এবং একেবারেই নতুন এ সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে কাউকে না কাউকে সাহস নিয়ে শুরু করতে হবে। সেই কাজটি ইদানিং আমরা শুরু করেছি। এখন মাঠে নেমেছেন ড. মজিবুল হক। এই অভিযাত্রায় সকলকে একিভূত হতে হবে। তাহলেই জয় ছিনিয়ে নেয়া সম্ভব হবে’।

এন মজুমদার উল্লেখ করেন, নিউইয়র্ক সিটি কিংবা স্টেটের নির্বাচনে এক ডলারের চাঁদা পেলে নির্বাচন কমিশনের কাছ থেকে ৮ ডলারের অনুদান মেলে ‘ম্যাচিং ফান্ড’র আওতায়। তবে কংগ্রেস অথবা সিনেটের নির্বাচনে তেমন সুযোগ নেই। এজন্যে ড. হককে নির্বাচনী তহবিল গড়তে হবে। তহবিল যত মজবুত হয় প্রচারণার সুযোগ বাড়ে এবং ভোট প্রার্থনার ক্ষেত্র প্রসারিত হয়।

কমিউনিটিতে মূলধারার রাজনীতির পথিকৃত এবং শ্রমিক নেতা মাফ মিসবাহ উদ্দিন সভাপতিত্ব করেন এই মতবিনিময় সমাবেশে। আমেরিকায় বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ান শ্রমিক-কর্মচারিগণকে এক ছাতার নিচে জড়ো করার অভিপ্রায়ে বেশ কয়েক বছর আগে মাফ মিসবাহ’র হাত ধরে গড়ে উঠেছে ‘আসাল’ (এলায়েন্স ফর সাউথ এশিয়ান আমেরিকান লেবার)। এই আসালেরও আজীবন সদস্য হচ্ছেন ড. মুজিবুল হক।

এ প্রসঙ্গে মাফ মিসবাহ বলেন, ড. হকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে নিজ ঘর থেকে। তাহলেই ভিনদেশি প্রতিবেশীরাও তার পক্ষে মাঠে নামতে উৎসাহিত হবেন। একেবারেই শ্বেতাঙ্গ অধ্যুষিত এলাকা, সিংহভাগ ভোটার রিপাবলিকান। তেমন একটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে লড়াইয়ে সর্বক্ষেত্রে সরব থাকতে হবে। ভোটারের মন জয় করতে পারলে নির্বাচনের ফলাফল নিজের পক্ষে আনা কঠিন হয় না।
উল্লেখ্য, কংগ্রেসে অনেক ক্ষমতাবান পিটার কিং ছিলেন এই আসনের দীর্ঘ সময়ের কংগ্রেসম্যান। গত মেয়াদে তিনি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হননি। অর্থাৎ অবসরে গেছেন। তার ছেড়ে দেয়া আসনে আরেকজন রিপাবলিকান জয়ী হয়েছে। সেই নতুন কংগ্রেসম্যান এ্যান্ড্রু গারবারিনোকে হটানোর সংকল্প নিয়ে মাঠে নামলেন ড. হক। নির্বাচনের গতিবিধি আলোকে প্রদত্ত বক্তব্যে ড. হক বলেন, এলাকাবাসীর নিরব একটি সমর্থনে আমি উদ্বুদ্ধ হয়েছি মাঠে নামতে। তবে এজন্যে দরকার কমিউনিটির সর্বাত্মক সহায়তা। সরব হতে হবে সকলকে। কারণ, আমি কমিউনিটির পিছিয়ে থাকা জনগোষ্ঠীর স্বার্থে ও কল্যাণে কাজ করতে চাই। মানুষের অধিকার আদায়ের মুখপাত্র হিসেবে অবতীর্ণ হতে চাই কংগ্রেসে। তাই সকলে যদি ঐক্যবদ্ধ হন, গণজোয়ার সৃষ্টিতে সক্ষম হন, তাহলে বিজয় কেউই ঠেকিয়ে রাখতে পারবে না।

ড. হকের পক্ষে কাজের অঙ্গিকার এবং সকলকে মাঠে নামার উদাত্ত আহবানে আরো বক্তব্য রাখেন ডা. মজিবর রহমান মজুমদার, সুলতানা খানম, সালেহ আহমেদ মানিক, ডা. আহমেদ, সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন, সাংবাদিক মাঈনুদ্দিন আহমেদ প্রমুখ।

ঢাকা মেডিকেল কলেজ থেকে বিশেষ কৃতিত্বের সাথে এমবিবিএস করার পর ১৯৮১ সালে যুক্তরাজ্যের রয়েল কলেজ অব সার্জন্স অব আয়ারল্যান্ড থেকে এফআরসিএস করেছেন ড. হক। চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নেয়ার পর দেশে ফিরে নিজ এলাকার চিকিৎসা-সেবায় মনোনিবেশ করেছিলেন। ১৯৯৭ সালে ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন করে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের সেবা প্রদানে মনোনিবেশ করেছিলেন। ২০০৫ সাল পর্যন্ত সেই কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালনকালেই যুক্তরাষ্ট্রে সপরিবারে এসেও প্রিয় মাতৃভূমির কথা ভুলেননি। ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘ম্যানহাটান স্কুল অব কম্প্যুটার টেকনোলজি’র মেডিক্যাল ডিপার্টমেন্টে সিনিয়র ফ্যাকাল্টির দায়িত্ব পালন করেছেন। 

শেয়ার করুন