ভারতে পাঁচ মাস পর ২৯ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-08-2021

ভারতে পাঁচ মাস পর ২৯ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ

ভারতে প্রায় পাঁচ মাস পরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২৯ হাজারের নীচে নেমেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৮ হাজার ২০৪ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ১৫৮ জনে।

এদিকে একই সময়ে দেশটিতে প্রাণঘাতীর করোনার সংক্রমণের মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে। এদিন ৩৭৩ জন করোনার ছোবলে মারা গেছেন। এ নিয়ে মোট করোনায় মারা গেলেন ৪ লাখ ২৮ হাজার ৬৮২ জন।করোনায় ভারতে রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত কেরালা। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৯।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা বেশ কিছুটা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৫১১ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১১ লাখ ৮০ হাজার ৯৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫০৮ জন।

প্রসঙ্গত, ভারতে এ পর্যন্ত ৫১ কোটি ৪৫ লাখ ২৬৮ জন মানুষের মাঝে করোনার টিকা প্রয়োগ করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা