ঘাটাইলে মাদকসেবী ছেলের হাতে বাবা খুন


, আপডেট করা হয়েছে : 22-11-2025

ঘাটাইলে মাদকসেবী ছেলের হাতে বাবা খুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে মাদক সেবী ছেলের লাঠির আঘাতে আরশেদ আলী (৭০)মৃত্যু হয়েছে।শনিবার (২২নভেম্বর) সকাল ৯টা ৩০মিনিটে এ ঘটনা ঘটে।ছেলে পলাতক।

রসুলপুর ইউপি সদস্য এসএম আব্দুল মালেক ও ধলাপাড়া পুলিশ ফাড়ির পরিদর্শক মাহফুজ জানান ঘাটাইল উপজেলা হামকুড়া গ্রামের আরশেদ আলীর ছেলে আসলাম(৩৫) প্রায়ই নেশা করে বাবা ,মা ,বোন কে নির্যাতন করতেন। পাশের বাড়ির অমর আলী ছেলেকে দাও চোর বলাতে বাবার কাছে বিচার দেন।

বিষয়টি নিয়ে আসলাম কে বাবা বকাঝকা করলে ক্ষিপ্ত হয়ে পিছন দিক দিয়ে লাঠি দিয়ে উপুর্যুপুরি আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে।মুমুর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় মৃত্যু হয়।

এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ(ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন মুঠো ফোনে ঘটনার সত্যতা স্বীকার করে জানান আমি খুনের কথা শুনেই আমার ফোর্স পাঠিয়ে দিয়েছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামী গ্রেপ্তারের অভিযান চলছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।