রাষ্ট্রের দায়িত্ব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা : এমআরইউ


, আপডেট করা হয়েছে : 22-11-2025

রাষ্ট্রের দায়িত্ব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা : এমআরইউ

দেশজুড়ে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায়বিচার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচির প্রধান আলোচক ও সংগঠনের আহ্বায়ক শাহরিয়ার নাঈম বলেন, সাংবাদিকরা সত্য প্রকাশে ভূমিকা রাখেন। কিন্তু সত্য বলার কারণে বহু সাংবাদিককে হামলা, নির্যাতন ও হয়রানির মুখে পড়তে হচ্ছে। তিনি বলেন, কোনো গণতান্ত্রিক ও সভ্য রাষ্ট্রে সাংবাদিক নির্যাতন মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের ওপর চালানো সব হামলার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। শাহরিয়ার নাঈম জোর দিয়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা কোনো বাড়তি সুবিধা নয়, বরং গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

এসময় যুগ্ম আহ্বায়ক সোহাগ খান বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি এবং মিথ্যা মামলার সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এ ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যারা সাংবাদিকদের ওপর হামলা চালায় তাদের বিচারের আওতায় আনতে হবে।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন এমআরইউ নেতৃবৃন্দ—মিসবাহ উদ্দিন, ইয়াসিন আরাফাত, জহিরুল ইসলাম রাতুল, আরাফাত হিমেল, জহিরুল ইসলাম সাগর, সুজন, আবদুর রহমান ঈশান, মাহবুব আলম, আবির, জাকির, রনি, আসিফ, মনির, আলমগীর এবং বাপ্পি। তারা সবাই সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে সংহতি ব্যক্ত করেন।

বক্তারা বলেন, সাংবাদিকরা দেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ উভয়ের দায়িত্ব। তারা আরও জানান, সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এমআরইউ আন্দোলন চালিয়ে যাবে।

কর্মসূচিতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্য ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।