রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সকালে অনুভূত ভূমিকম্প ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে কম্পন অনুভূত হয়।
হঠাৎ সৃষ্ট এই পরিস্থিতিতে রাজধানীসহ বিভিন্ন এলাকার মানুষ দ্রুত নিরাপদ স্থানে বের হয়ে আসেন। আতঙ্কের মধ্যে অনেক নারী অপ্রস্তুত অবস্থায় বাড়ি থেকে ছুটে বের হতে বাধ্য হন। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর ফেসবুকে দেয়া পোস্টে চমক লেখেন, “মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ।” এরপর তিনি উল্লেখ করেন, “ভূমিকম্প ফ্যাক্ট।”
তার এই মন্তব্যে অনেক নেটিজেন সমর্থন জানালেও কেউ কেউ বলেন, মানুষের জীবনের নিরাপত্তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ, তাই জরুরি মুহূর্তে আগে জীবন বাঁচানোই জরুরি। একজন নেটিজেন মন্তব্য করেন, যারা বাসায় নির্ভার হয়ে ওড়না ছাড়া থাকেন, এই ঘটনা তাদের জন্য একটি প্রয়োজনীয় সতর্কবার্তা হতে পারে।
এদিকে শুধু একটি পোস্টেই সীমাবদ্ধ থাকেননি অভিনেত্রী চমক। ভূমিকম্পের পরপরই তিনি একের পর এক সচেতনতামূলক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে থাকেন। যার ফলে ভক্তদের প্রশংসায় ভাসছেন এই জনপ্রিয় অভিনেত্রী।