গত সোমবার দিবাগত-রাত উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম খয়রাতি বিলে ফসলি জমির পাশে কারেন্টে শক খেয়ে একটি প্রাপ্তবয়স্ক বন্যহাতি মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে তথ্য পাওয়া গেছে। ভোর বেলা এলাকার স্থানীয় বাসিন্দারা হাতিটিকে বিলের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন,এলাকাবাসী বনবিভাগের লোকজনকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনা স্থলে এসে হাজির হন উখিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ও দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি এই বিষয়ে বিট কর্মকর্তা জানান কারেন্ট জালে শক খেয়ে এই বিশালদেহের হাতিটির মর্মান্তিক মৃত্যু হয় যেটি কোন মতে কাম্যনয়।
স্থানীয় মেম্বার এবং রাজাপালং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছৈয়দ হামজা হাতির মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন। বিট কর্মকর্তা জানান ময়নাতদন্তের শেষে পরবর্তী সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ বাদী নেতৃবৃন্দ জানান এই ভাবে নিষ্ঠুরতম প্রক্রিয়ায় বন্যহাতি হত্যা আইনত দন্ডনীয় অপরাধ। অনতি বিলম্বে
দুষ্কৃতকারীকে সনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এলাকাবাসী আরো জানান ফসলীজমি নষ্ট হয় প্রতিবছর হাতির আক্রমণে এর থেকে রক্ষা পাওয়ার উপায় খুঁজতে হবে বন্যপ্রাণী হাতির এই ধরনের অস্বাভাবিক মৃত্যু আমরা আশা করিনা।