ফেল থেকে জিপিএ-৫ এক শিক্ষার্থীর


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 16-11-2025

ফেল থেকে জিপিএ-৫ এক শিক্ষার্থীর

যশোর শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনঃর্নিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। নতুন করে ৭২ শিক্ষার্থী জিপিএ- পেয়েছে। সেইসাথে ৫৪ জন ফেল করা শিক্ষার্থী পাস করেছে। তবে এর মধ্যে এক শিক্ষার্থী ফেল থেকে জিপিএ- পেয়েছেন। বোর্ডের পুনঃর্নিরীক্ষণ ফলাফলে দেখা যায় ওই শিক্ষার্থী তথ্য যোগাযোগ প্রযুক্তি (২৭৫-আইসিটি) বিষয়ে খাতা চ্যালেঞ্জ করেছিল, যেখানে তার প্রাপ্ত ফলাফল ছিল ফেল, কিন্ত খাতা পুনঃর্নিরীক্ষণের পরে তার ফল পরিবর্তন হয়ে জিপিএ- আসে। 

রোববার (১৬ নভেম্বর) শিক্ষাবোর্ডের খাতা পুনঃর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করতে গিয়ে এসব তথ্য তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর . আব্দুল মতিন। 

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষাবোর্ডে এইচএসসির খাতা পুনঃর্নিরীক্ষণে ২১৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। 

ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নতুন করে ৭২ জন জিপিএ- পেয়েছে। নতুন করে জিপিএ- পাওয়া ৭২ জন শিক্ষার্থীর মধ্যে গ্রেড থেকে জিপিএ- পেয়েছে ৬৭ জন, মাইনাস থেকে জিপিএ- পেয়েছে জন, বি গ্রেড থেকে জিপিএ- পেয়েছে জন   ফেল করা থেকে জিপিএ- পেয়েছে জন শিক্ষার্থী। সেইসঙ্গে ৫৪ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছে। নতুন পাসকৃত ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ- পেয়েছে জন, মাইনাস পেয়েছে জন, বি গ্রেড পেয়েছে ২৪ জন, সি গ্রেড পেয়েছে জন ডি গ্রেড পেয়েছে ২১ জন। 


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।