চট্টগ্রামে আরও এক ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-08-2021

চট্টগ্রামে আরও এক ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত

চট্টগ্রামে ৪৫ বছর বয়সী আরও এক ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। রোগ-প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তিনি এ ছত্রাকজনিত রোগে আক্রান্ত হন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের প্রধান অধ্যাপক ডা. সুযত পাল বলেন, গত ৫ আগস্ট হাসপাতালে ৪৫ বছর বয়সী এক পুরুষ ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তিনি মিউকরমাইকোসিসে আক্রান্ত। এটি এক ধরনের ছত্রাকের সংক্রমণ, যা কালোছত্রাক নামে পরিচিত। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।  জানা গেছে, গত ২৮ জুলাই চট্টগ্রামে ৬০ বছর বয়সী এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। করোনাভাইরাসে আক্রান্ত থেকে সুস্থ হওয়ার পর তিনি বিরল এ রোগে আক্রান্ত হন। বর্তমানে তিনিও চমেক হাসপাতালে চিকিৎসাধীন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা