বাংলাদেশের ব্রোঞ্জ পদক জয়


স্পোর্টস ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-11-2025

বাংলাদেশের ব্রোঞ্জ পদক জয়

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আরও একটি পদক জিতেছে। কম্পাউন্ড মিশ্র বিভাগে রৌপ্য জয়ের পর এবার কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন কুলসুম আক্তার মনি।

একক ইভেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মনি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সেমিফাইনালে তিনি ভারতের প্রদীপ পৃথিকার কাছে পরাজিত হন। সেটের মধ্যে চার সেটই সমান স্কোরে শেষ হয়। তৃতীয় সেটে পৃথিকা ৩০ এবং মনি ২৯ পয়েন্ট করেন। শেষ পর্যন্ত ওই এক পয়েন্টের ব্যবধান ম্যাচের ফলাফল নির্ধারণ করে। মনি ১৪৬-১৪৫ পয়েন্টে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হন।

ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মনি চাইনিজ তাইপের চেন সির বিপক্ষে ছিলেন। প্রথম সেটে তিনি ২৯-৩০ পয়েন্টে পিছিয়ে ছিলেন। দ্বিতীয় তৃতীয় সেটে সমতা ছিল ২৯ পয়েন্টে। চতুর্থ সেটে মনি আবার এক পয়েন্ট (২৯-২৮) পিছিয়ে ছিলেন। শেষ সেটে ব্রোঞ্জ নিশ্চিত করতে মনি পয়েন্টের ব্যবধান প্রয়োজন ছিল। সেই ব্যবধান তিনি পূর্ণ করেন এবং ৩০ পয়েন্ট নিয়ে জিতে যান, চেন ২৭ পয়েন্ট করার পর। ফলে ১৪৬-১৪৫ পয়েন্টে মনি ব্রোঞ্জ পদক জিতেছেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।