ছেলের নামে মামলা খবর শুনে বাবার মৃত্যু


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-08-2021

ছেলের নামে মামলা খবর শুনে বাবার মৃত্যু

ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে আবাসন প্রকল্পে পার্টটাইমে চাকরি নেয়া সোহাগের নামে ৫টি মামলা দায়ের করেন স্থানীয়রা। এ ঘটনায় পুলিশ সোহাগসহ ওই আবাসনের ১১ জন কর্মচারীকে আটক করে। খবর পেয়ে সোহাগের বাবা আবুল কালাম অসুস্থ হয়ে আজ সোমবার সকালে মারা যান।

জানা গেছে, উপজেলার কুল্লা ইউনিয়নের মাকুলিয়ায় একটি আবাসন প্রকল্পে চাকরি করতেন আবুল কালামের ছেলে সোহাগ। গত বুধবার রাতে ওই প্রকল্পের সোহাগসহ ১১ জন কর্মচারীকে জমি দখলসহ বিভিন্ন অভিযোগে আটক করে পুলিশ। এসময় স্থানীয় লাভু, সামদাসী, জিয়াসমিনসহ কয়েকজন বাদি হয়ে ৫টি মামলা দায়ের করেন। এ খবর পেয়ে সোহাগের বাবা আবুল কালাম অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে সাভারের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।স্থানীয়রা জানান, একই ঘটনায় বিভিন্ন জন ৫টি মামলা দেয় সোহাগের নামে। বিষয়টি সহজে মেনে নিতে পারেননি তার বাবা। ছেলের চিন্তায় গুরুতর অসুস্থ হন তিনি। পরে সোমবার সকালে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ব্যাপারে ওই আবাসন প্রকল্পের ব্যবস্থনা পরিচালক তৌহিদুল ইসলাম সোহাগের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের মুঠোফোনে জানান, সোহাগের নামে ৫টি মামলার ঘটনা জানতে পেরে তার বাবা
চিন্তায় অসুস্থ হয়ে মারা গেছেন। এজন্য আমরা মামলার বাদিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নিচ্ছি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা