বগুড়া শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ


নিজস্ব প্রতিবেদন , আপডেট করা হয়েছে : 12-11-2025

বগুড়া শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

‎সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলায় ছাগল, খাবার ও উপকরণ বিতরণ করা হয়েছে।


‎বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন দরিদ্র নারী ও পুরুষের মাঝে দুটি করে ছাগল, ২৫ কেজি করে খাবার এবং পাঁচটি করে ম্যাট বিতরণ করা হয়।


‎উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাযমির রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল আলম।


‎এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. জাহিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার এবং লাইভস্টক সম্প্রসারণ কর্মকর্তা মোকরেমা আক্তার।


‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনজুরুল আলম বলেন, “এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের আত্মনির্ভর করে তোলা। বিতরণকৃত ছাগল পালনের মাধ্যমে তারা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবেন।


‎সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাযমির রহমান জানান, প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, পশুখাদ্য সহায়তা ও নিয়মিত পরামর্শ প্রদান করা হবে, যাতে উপকারভোগীরা টেকসইভাবে ছাগল পালন করে নিজেদের জীবিকা উন্নত করতে পারেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।