জয়পুরহাটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার.


রিফাত হোসেন মেশকাতঃ , আপডেট করা হয়েছে : 12-11-2025

জয়পুরহাটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার.

জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১১ নভেম্বর রাতে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ খোরশেদ আলম, এএসআই মোঃ আসাদুল ইসলাম প্রমুখের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে।


অভিযানে ৭২১ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোটরসাইকেল এবং দুই মাদক ব্যবসায়ী মোঃ মোনেম বেপারী (৪০) ও ফয়সাল বেপারী (২১)-কে গ্রেপ্তার করা হয়।


পুলিশের ধারণা, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মোটরসাইকেলটি মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হতো বলেও জানা যায়।

উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।