কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ডিআরইউ


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 12-11-2025

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ডিআরইউ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ- প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন এসবিএসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক . নিয়াজ আহমদ খান বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতির উন্নয়নের চালিকাশক্তি। শুধুমাত্র জিপিএ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। তোমরা নিজেরা আলোকিত হলে তবেই পরিবার, সমাজ দেশ আলোকিত হবে।

তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পরামর্শ দিয়ে বলেন, ভালোভাবে পড়াশোনা করলে জীবনে সফলতা আসবেই।

বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান বলেন, সাংবাদিকেরা দেশের গুরুত্বপূর্ণ স্থানে আছেন। তারা জাতির বিবেক হিসেবে দেশ গঠনে বড় ভূমিকা রাখতে পারেন। শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করছে আজকের এই সন্তানদের ওপর। সঠিক শিক্ষা দিকনির্দেশনা দিলে তারা দেশকে সঠিক পথে এগিয়ে নেবে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউর কল্যাণ সম্পাদক রফিক মৃধা। সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দীন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) এবং কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আমিনুল হক ভূইয়া, সুমন চৌধুরী মো. সলিম উল্ল্যা (এস.ইউ. সেলিম)

অনুষ্ঠানে এসএসসি-২০২৫ এর ২৩ জন এবং এইচএসসি-২০২৪ এর ১৪ জনসহ মোট ৩৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে ক্রেস্ট সনদপত্র তুলে দেন অতিথিরা।

ছাড়া এসবিএসি ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আসাদুল্লাহিল গালিবকেও সম্মাননা প্রদান করা হয়।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।