ভারতের বিরুদ্ধে অভিযোগ পাক প্রধানমন্ত্রীর


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-11-2025

ভারতের বিরুদ্ধে অভিযোগ পাক প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে আদালতের বাইরে সংঘটিত ভয়াবহ আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, হামলার সঙ্গে ভারতের চরমপন্থি গোষ্ঠীগুলো জড়িত।

মঙ্গলবার এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা নিন্দনীয় ঘৃণ্য।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, ইসলামাবাদের জেলা দায়রা আদালতের বাইরে সংঘটিত আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক প্রতিক্রিয়ায় বলেন, কাবুলের শাসকরা চাইলে পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে। কিন্তু ইসলামাবাদে হামলা আসলে কাবুলের একটি বার্তা, যার জবাব পাকিস্তান দিতে জানে।

নিজ দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে শাহবাজ শরিফ আরও বলেন, ভারতকে অবশ্যই এই অঞ্চলে প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে সন্ত্রাস ছড়ানো বন্ধ করতে হবে। পাকিস্তান শান্তি চায়, কিন্তু নিজের নাগরিকদের রক্ষায় কোনো আপস করবে না।

তিনি আরও জানান, হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি করা হবে।

ভারত এখনো পাকিস্তানের অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।