চট্টগ্রামে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-08-2021

চট্টগ্রামে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় একটি শপিং ব্যাগে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- চালক রমজান আলী (২১) ও  হেলপাড় মো. রমজান আলী (৩৯)। তারা একজন কাভার্ড ভ্যান চালক এবং অপরজন হেলপার। 

রবিবার (৮ আগস্ট) রাতে উক্ত থানার কদমতলী মোড়ের ফ্লাইওভারের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) পংকজ দত্ত এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ফ্লাইওভারের নিচে ট্রাফিক পুলিশ বক্সের সামনে সন্দেহজনকভাবে ঘুরছিল ওই চালক ও  হেলপার। পরে তাদের সঙ্গে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ২১,৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা সাধারণত পণ্য নিয়ে চট্টগ্রামে আসেন। পণ্য ডেলিভারি করার ফাঁকে এসব ইয়াবা সংগ্রহ করেন। এই ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা