ব্রাজিলিয়ানদের কাছে জনপ্রিয় আর্জেন্টাইনের নাম


স্পোর্টস ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-11-2025

ব্রাজিলিয়ানদের কাছে জনপ্রিয়  আর্জেন্টাইনের নাম

ফুটবল পাগল জাতি হিসেবে পরিচিত ব্রাজিল। সেখানে অনেকেই প্রিয় ফুটবলারদের নাম অনুসারে সন্তানদের নাম রাখেন। তবে সম্প্রতি ব্রাজিলের ভূগোল পরিসংখ্যান সংস্থা (আইবিজিই)-এর এক সমীক্ষা চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে।

সমীক্ষার ফলাফলে দেখা গেছে, ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফুটবলারের নামের তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টিনার সাবেক তারকা জুয়ান রোমান রিকেলমে। এমনকি বর্তমান তারকা নেইমারের নামের চেয়ে রিকেলমের নামে বেশি মানুষ রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে প্রায় ২৫,৯৪২ জনের নাম রাখা হয়েছে বোকা জুনিয়র্সের কিংবদন্তি রিকেলমের নামে। এদের গড় বয়স প্রায় ১২ বছর। ১৯৯০-এর দশকে রিকেলমের নামে মাত্র ২২৫ জনের নাম ছিল। তবে ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে ১২,২২০ জনে পৌঁছায়। এই সময়েই রিকেলমে বোকা জুনিয়র্সের হয়ে তিনবার কোপা লিবার্তাদোরেস জিতেছিলেন।

অন্যদিকে ব্রাজিলের বর্তমান সুপারস্টার নেইমারের নামে রয়েছেন ,৪৪৩ জন, যাদের গড় বয়স ১১ বছর। নেইমার ২০০৯ সালে পেশাদার ফুটবল জীবন শুরু করার সময় এই সংখ্যা ১০০-এর কম ছিল। এছাড়াও, আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির নামে আছেন মাত্র ৩৬৩ জন এবং কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার নামে ১২৮ জন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।