ঢাকায় আজ কর্মসূচি রয়েছে


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 11-11-2025

ঢাকায় আজ  কর্মসূচি রয়েছে

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

গুলশান চেয়ারপার্সন অফিসে দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের নিচতলায় দুপুর আড়াইটায় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে বিকাল ৩টায় তাঁতী দল আয়োজিত নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য . আব্দুল মঈন খান।

ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিকাল ৩টায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জুলাই ঐক্যের কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সকাল সাড়ে ১১টায় খুনি হাসিনার রায়, জুলাই সনদ বাস্তবায়ন বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে জুলাই ঐক্য।

শ্রম কর্মসংস্থান উপদেষ্টার কর্মসূচি

সন্ধ্যা ৬টালো মেরিডিয়ান ঢাকার স্কাই বলরুমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ক্ষমতায়নের প্রসারে ব্র্যাক ব্যাংক বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। এতে উপস্থিত থাকবেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) . এম. সাখাওয়াত হোসেন।

এছাড়াও দুপুরে পল্টনে জামায়াতসহ দলের সমাবেশ রয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।