আবওহাওয়া
অধিদপ্তর জানিয়েছে, নভেম্বরে বঙ্গোপসাগরে যে দুই থেকে
তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, তার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ
নেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে এ মাসে চট্টগ্রাম,
সিলেট, রাজশাহীসহ অন্যান্য বিভাগগুলোয় ৩ থেকে ৬
দিন বৃষ্টি ঝরবে।
অধিদপ্তরের
দেওয়া নভেম্বর মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া
অধিদপ্তরের বলছে, নভেম্বরেই দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় কুয়াশা পড়তে পারে। এ মাসে সামগ্রিকভাবে
দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে ঢাকা,
চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা বিভাগে
চার থেকে পাঁচদিন, ময়মনসিংহ ও রংপুর বিভাগে
তিন থেকে চারদিন এবং বরিশাল বিভাগে পাঁচ থেকে ছয়দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবওহাওয়া
অধিদপ্তর বলছে, অক্টোবরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে। এ জেলায় ২১
ও ২২ অক্টোবর সর্বোচ্চ
৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রা রেকর্ড করা হয়। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ অক্টোবর; উত্তরের
জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা নামে ১৯ দশমিক ৯
ডিগ্রি সেলসিয়াসে।
পূর্বাভাসে
আরও বলা হয়েছে, নভেম্বরে দেশের কোথাও-কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর, দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক
প্রবাহ বজায় থাকতে পারে।