রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে ২ বাসে আগুন, ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 10-11-2025

রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে ২ বাসে আগুন, ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মেরুল বাড্ডা শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরের দিকে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এছাড়া সকালে রাজধানীর দুটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ সমকালকে জানান, সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা শাহজাদপুর এলাকায় আকাশ পরিবহন ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি করে ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। তবে বাসে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানি না।এতে কেউ হতাহত হয়েছে এমন তথ্যও পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মেরুল বাড্ডা আরমা মাজেদা মালিক টাওয়ারের সামনে আউট গোয়িংয়ে আকাশ পরিবহনের বাসে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে বিকল হয়ে যায়। পরে থানা পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। এছাড়া শাহজাদপুর লোকেশনে একটি ভিক্টর বাসে আগুন দেওয়া হয়েছে। ডিবি থানা পুলিশ আলামত সংগ্রহ করছে।

এদিকে ককটেল বিস্ফোরণের বিষয়ে ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোহাম্মদ তারিকুজ্জামান সমকালকে জানান, আজ আনুমানিক সকাল ৭টায় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের সামনে দুইটি এবং রাপা প্লাজার বিপরীত পাশ থেকে মাইডাস সেন্টারের সামনে আরও দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায় মোটরসাইকেল আরোহীরা।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ককটেল বিস্ফোরণের এই ঘটনায় কোনো হতাহত নেই। আলামত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।