‘আইজাজ’ নামটা শুনলে পরের অংশে কি ‘চিমা’ পদবিটা মনে পড়ে আপনার? হতেই পারে! ২০১২ এশিয়া কাপে শিরোপা থেকে বাংলাদেশ ছিল ৯ রানের দূরত্বে, সেই পথটা শেষমেশ আগলে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের বোলার আইজাজ চিমা! বাংলাদেশকে শেষমেশ পুড়তে হয় অনন্ত আক্ষেপে, যে আক্ষেপ এখনো ঘোচানো যায়নি।
আরও এক ফাইনালে এক ‘আইজাজ’ পথ আগলে দাঁড়ালেন বাংলাদেশের। এবার অবশ্য মঞ্চটা এশিয়া কাপের মতো অত বড় নয়। হংকং ক্রিকেট সিক্সেসের ফাইনালে বাংলাদেশ হেরে বসেছে আইজাজ খানের কাছে। ২১ বলে ৮৫ রানের ইনিংস খেলে হংকংকে জিতিয়েছেন হংকং সিক্সেসের প্লেট ফাইনাল।
শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ১৩ বলে ৫১ রান করেন আকবর আলি। এছাড়াও আবু হায়দার রনি ৮ বলে ২৮ ও জিসান আলম ৭ বলে করেন ২৭ রান। তাতে বাংলাদেশ ৫ উইকেটে ১২০ রানের পুঁজি পায়।
জবাবে এক আইজাজই করেছেন দলের দুই তৃতীয়াংশ রান। এছাড়া নিজাকাত খান ১০ বলে করেছেন ২৮ রান। বাকি ৪ ব্যাটার মিলে করেছেন ৫ রান। তবে আইজাজের ৪০৪ স্ট্রাইক রেটে ৮৫ রানের ইনিংসই বাংলাদেশকে হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।
ফিফটির পর এই টুর্নামেন্টে সব ব্যাটারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তবে শেষে ব্যাটার না থাকলে সেই ব্যাটারকে আবার ডেকে আনা হয়। শেষ ওভারে সেই আইজাজ ফিরে আসেন, দলের তখন ৩০ রান প্রয়োজন ছিল। তবে আকবর আলির এক ওভারে ৫ ছক্কায় তিনি তোলেন ৩২ রান, শেষ বলেও হাঁকান ছক্কা। আর তাতেই বাংলাদেশকে হারতে হয়, প্লেট ফাইনাল জেতে হংকং।