করোনা আক্রান্ত হয়ে মালয়েশিয়ার জনপ্রিয় সংগীত শিল্পীর মৃত্যু


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-08-2021

করোনা আক্রান্ত হয়ে মালয়েশিয়ার জনপ্রিয় সংগীত শিল্পীর মৃত্যু

মালয়েশিয়ার জনপ্রিয় সংগীত শিল্পী সিতি সারা রাইসউদ্দিন (৩৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুর বিষয়টি ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তার স্বামী শুইব সিপাহ্টু।

মালয়েশিয়া সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, গায়িকা সিতি সারা রাইসউদ্দিন গত ২৫ জুলাই কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি আট মাসের গর্ভবতী ছিলেন। অবস্থার অবনতি দেখে ডাক্তাররা গত ৬ আগস্ট অস্ত্রোপচার করে শিশুটির জীবন নিরাপদ করে। তার নাম রাখা হয়েছে আয়াস আফফান।সন্তান নিরাপদ হলেও চলে যান সিতি। মালয়েশিয়ান স্থানীয় সময় সোমবার ভোরে ইউনিভার্সিটি কেবংশান মালয়েশিয়া মেডিকেল সেন্টারে মারা যান জনপ্রিয় এই সংগীত শিল্পী।

তার মৃত্যুতে মালয়েশিয়া সংগীত অঙ্গনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। ২০১১ সালে সিতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দেশটির জনপ্রিয় কৌতুক অভিনেতা শুইব সিপাহ্টুর সঙ্গে। আয়াশ আফফান ছাড়াও এই দম্পতির আরও তিনটি সন্তান রয়েছে- উয়েস আলকার্নি, যার বয়স ১০ ডিজাইরা টালিটা জারাহ (০৮) ও আরিক মতিন (৬)।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা